loading

Forex Basic Course

এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব?

  • 5.0 (18 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • 03 Jul, 2019 11:34pm
এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব?

এমন কি আছে যা শিখলে ফরেক্স মার্কেট আয়ত্তে আনা সম্ভব?

আচ্ছা এমন কিছু কি আছে যা শিখলে ফরেক্স মার্কেটকে ভালোভাবে আয়ত্তে আনা সম্ভব হবে? এমন কিছু কি অসলেই আছে যা সঠিকভাবে শিখতে পারলে আমি বুঝতে পারব মার্কেটে কোথায় বাই এবং কোথায় সেল ট্রেড নিলে প্রফিট হবার সম্ভাবনা বেশি থাকবে? এ ধরনের প্রশ্ন প্রায়ই নতুন ট্রেডাররা অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে থাকেন। হুম অবশ্যই আছে, যার মাধ্যমে আপনি মার্কেটের গতিবিধি বুঝতে পারবেন এবং আপনার ট্রেড সম্পর্কে সঠিক একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন।

হুম, এটাই হল ক্যান্ডেলস্টিক এনালাইসিস এবং এর সিঠিক প্রয়োগ। বিশেষজ্ঞদের মতে ক্যান্ডেলস্টিক এনালাইসিস সঠিকভাবে জানতে এবং প্রয়োগ করতে পারলে ফরেক্স এবং স্টক মার্কেট এনালাইসিসের ৭০% জানা হয়ে যাবে। অনেকেই অনেক রকম ক্যান্ডেল প্যটার্ন সম্পর্কে জানেন কিন্তু এর সিঠিক প্রয়োগ খুব কম সংখ্যক ট্রেডারই জানেন। যা জানা সকল ট্রেডারদের জন্য অতীব জরুরী কেননা এই ক্যান্ডেলস্টিক প্যটার্ন এনালাইসেসর মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেট সেন্টিমেন্ট বা Investor Sentiment সম্পর্কে এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই পায়ে যাবেন অনেক কাঙ্ক্ষিত High Reliable Trade Set Up।

আজকের আলোচনায় আমরা ক্যান্ডেলস্টিক প্যটার্ন এনালাইসেসর ৪টি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জানব যা আপনাকে এটার প্রযোজনীয়তা বুঝতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক।

যে চারটি করনে আপনার ক্যান্ডেলস্টিক শেখা খুবই গুরুত্বপূর্ণ:  

  • মার্কেটের গতিবিধির পর্যাপ্ত তথ্য পাওয়া সম্ভব: নিচের চিত্রে আপনি যদি বার চার্ট(BAR CHART) এবং ক্যান্ডেলস্টিক (Candlesticks Chart) চার্ট লক্ষ করেন তাহলে ২টা চার্টের পাথ্যক্য বুঝতে পারবেন। প্রাইস একশান এনালাইসিস (Price Action Analysis) এবং মার্কেট প্রোবাবিলিটি (Probabilit) এনালাইসিসের ক্ষেত্রে বার চাট এর চেয়ে ক্যান্ডেল চার্ট অনেক সহজ এবং কার্যকরি একটি পদ্ধতি। তাছাড়া তুলনামূলক কম পরিশ্রম এবং Practice করেই ক্যান্ডেল চার্ট আয়ত্তে আনা সম্ভব।  

  • মার্কেট সাইকোলজি সাম্পর্কে সঠিক ধারনা পাওয়া যায়: ক্যান্ডেলস্টিক চার্টের মাধ্যমে আমারা খুব সহজ ভাবেই মার্কেটের যেকোন পরিবর্তন বুঝতে পারি এবং ট্রেডারদের সাইকোলজি জানতে পারি। নিচের চার্টে আমি ক্যান্ডেলস্টিকের ব্যসিক মার্কেট সেনটিমেন্ট (Sentiment) বোঝানোর চেষ্টা করেছি। মনে রাখতে হবে ক্যান্ডেল প্যাটার্নের গুরুত্বপূর্ন অংশ হলো CANDLE SHADOW বা PIN এবং এই শেডোই প্রকৃতপক্ষে মার্কেটে ট্রেডারদের বিভিন্ন সেন্টিমেন্ট প্রকাশ করে থাকে। যেগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষন করাই হলো প্রাইস একশন এনালাইসিস (Price Action Analysis)। পরবর্তিতে আমরা প্রাইস একশন ট্রেডিং স্ট্রেটেজি নিয়ে বিশদভাবে আলোচনা করব।

  • ক্যান্ডেলস্টিক চার্ট বোঝা তুলনামূলক অনেক সহজ: অনেক সহজেই ক্যান্ডেল চার্ট বোঝা যায় যেখানে visually দেখা যায় মার্কেটের ইন্টারনাল Supply & Demand এর অবস্থান। তবে ক্যান্ডেলস্টিক চার্ট সাথে কিছু টেকনিক্যাল বিচার বিশ্লেষন করে নিলে অনেক ACCURATE সিগন্যাল পাওয়া যায় মার্কেট পরবর্তী মুভমেন্ট সম্পর্কে।

  • প্রায় ২৫০ বছর ধরে পরিক্ষিত এবং ব্যবহৃত হয়ে আসছে: ক্যান্ডেল চার্ট ব্যবহার হয়ে আসছে পায় ২৫০ বছর ধরে। জাপানিজ এক চাল বিক্রেতা Homma Munehisa প্রথম এই চার্ট তৈরি এবং ব্যবহার করেন এবং ব্যপক সাফল্য পান। পরবর্তিতে এই চার্টের ব্যাপক প্রচলন হতে থাকে এবং বর্তমানে এই চার্টই স্টক এবং ফরেক্স মার্কেটের সবথেকে জনপ্রিয় চার্ট।

Recent Article
loading
Broker Section