loading

Forex Basic Course

ইকোনোমিক নিউজ খুববেশি দেখা থেকে এড়িয়ে চুলুন আজই

  • 5.0 (1 reviews)
  • PUBLISH BY: FxSuccessBD | ট্রেডিং সাইকোলজি
  • 11 Aug, 2021 7:44am
ইকোনোমিক নিউজ খুববেশি দেখা থেকে এড়িয়ে চুলুন আজই

এনালাইসিস যখন প্যারালাইসিস

আমরা জানি ট্রেডিংয়ের ক্ষেত্রে ইকোনোমিক  নিউজ অনেক গুরুত্ব বহন করে। কিন্তু অতি মাত্রায় ইকোনমিক নিউজ পর্যালচনা করা, আপনার ট্রডিংয়ে জন্য খুবই খারাপ হতে পারে। অনেক ট্রেডার এবং বিনিয়োগকারীদের একটি সাধারণ কৌশল থাকে দিনের বেশ কয়েক ঘন্টা ইকোনোমিক নিউজ পর্যবেক্ষণ ও পর্যালচনা করা। অনেকে আবার কয়েকজনের একটা গ্রুপ তৈরি করে আলোচনা করে থাকেন। বিষয়টি একদিকে গুরুত্ব বহন করে আবার অতি মাত্রায় এনালাইসিস করা ট্রেডিংয়ের জন্য অত্যন্ত খারাপ ফলাফল ডেকে আনতে পারে।

একটি বিষয় মনে রাখতে হবে, বেশিরভাগ পন্ডিত নিজেরাই ট্রেড করেন না বরং অধিকাংশই অলোচনার মধ্যেই সিমাবদ্ধ থাকেন। ট্রেডেংয়ে সফল হতে হলে শুরুমাত্র জ্ঞা থাকলে হবে না, থাকবে হবে সহস এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা।  ফান্ডামেন্ডাল এনালাইসিস  গুরুত্ব বহন করলেও প্রাইসের টেকনিক্যাল এনালাইসিস হলো যে কোনো মার্কেটে ট্রেড করার সবচেয়ে কার্যকরী  উপায়। এমন কোনো ব্যক্তির মতামত, যিনি সম্ভবত ট্রেডও করেন না, তার মতামতের উপর ভিত্তি করে ট্রেড করা চরম ক্ষতির সম্মুখিন হওয়ার এক ধাপ মাত্র। 

আপনার ট্রেডিং  চার্টকে প্রচুর ইন্ডিকেটরের সাথে ভীড় করা যেমন বিরোধপূর্ণ সিগন্যাল সৃষ্টি করতে পারে; তেমনি অতিরিক্ত আর্থিক খবর দেখা আপনাকে সময়োপযোগী এবং লাভজনক ট্রেড কার্যকর করা থেকে বিরত রাখতে পারে। 

অনেকে বলতে পারেন, তাহলে কি আমি ইকোনমিক নিউজ পর্যালচনা করব না? অবশ্যই করবেন তবে অতিমাত্রায় না। আপানকে দেখেতে হবে ইকোনমিক ক্যালেন্ডার এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ মার্কেট ইভেন্ট যা নিয়ে আমরা আগের আর্টিকেলে আলোচনা কররেছি। 

আগের আর্টিকের টি পড়ুন :  Forex Article in Bangla

Icmarkets

আপনার ট্রেডিং সিস্টেমেকে ভালোবাসুন এবং  বিশ্বাস করুন:

এনালাইসিস প্যারালাইসিস বাড়ার আরো একটি বড় সমস্যা হলো, আপনি আপনার ট্রেডিং সিস্টেমে বিশ্বাস রাখতে পারছেন না। 

বিশ্বাস করুন অপনি যদি আপনার ট্রেডিং সিস্টেমকে ভালোবাসতে পারেন তাহলে তৈরি হবে বিশ্বাস আর বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে সফলতার দারপ্রান্তে। আপনার ট্রেডিং সিস্টেমে বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো ট্রেডিং সিস্টেমে সত্যিকারের বিশ্বাস গড়ে তোলার সর্বোত্তম উপায় হলো সিস্টেমটির সাথে ধারাবাহিক লাভজনক হওয়া অবধি ডেমো ট্রেড প্র্যাকটিস করা।

ডেমো একাউন্ট ওপেন করতে আমাদের ফরেক্স ব্রোকার সেকশন দেখুন: Forex Broker Reviews

ধরে নিই যে, আপনি একটি লাভজনক ট্রেডিং সিস্টেম ব্যবহার করছেন, এতে আপনার সিস্টেমে বিশ্বাস তৈরি করা ট্রেডিং প্যারালাইসিসের সম্ভাবনা অনেকটাই হ্রাস করবে।

ট্রেডিং জার্নাল মেনে চলার অভ্যাস করতে হবে: 

একটি ট্রেডিং জার্নাল রাখা আপনার ট্রেডের সিস্টেমেও আস্থা তৈরি করতে সত্যই সহায়তা করে। জার্নালিং আরো ভালো ট্রেড বাছাই করতে সহায়তা করে এবং সময়ের সাথে সাথে আপনার সামগ্রিক পারফরমেন্স বা কর্মক্ষমতা উন্নত করে।

একটি ট্রেডিং জার্নাল আপনার ট্রেডিং সিস্টেমে আস্থা তৈরি করতে সহায়তা করে, কারণ এটি আপনাকে উদ্দেশ্যমূলকভাবে কোন ট্রেডগুলি, কোন সেটআপগুলি এবং কোন টাইম ফ্রেম ইত্যাদির জন্য ট্র্যাক করতে দেয় যে, … আপনার পক্ষে সবচেয়ে কোনটি ভাল কাজ করেছে।

ফরেক্স মার্কেটে নিয়ন্ত্রন আনার উপায়: এই আর্টিকেলে পাবেন

 

আপনার লসগুলিকে নিয়ন্ত্রণ করুন: 

আপনার রিস্ক বা মানি ম্যানেজমেন্ট-এর উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ রাখা ট্রেডিং প্যারালাইসিসের বিরুদ্ধে লড়াই করার অন্যতম সেরা উপায়। স্টপ লস সেট করা, প্রতি ট্রেডে আপনার এক্সপোজারটি নিয়ন্ত্রণ করা এবং আপনার ব্যয় আচ্ছাদিত করা যথাযথ মানি ম্যানেজমেন্ট-এর সমস্ত বিষয় খুব গুরুত্বপূর্ণ।

মার্কেটে প্রবেশের আগে আপনার পছন্দ হিসাবে সর্বদা একটি স্টপ লস সেট করা উচিত। স্টপ ছাড়াই ট্রেডিং বিপর্যয়কর হতে পারে।

আপনি যদি ট্রেড প্রতি আপনার অ্যাকাউন্টের একটি ছোট নির্দিষ্ট শতাংশের রিস্ক নিয়ে থাকেন তবে আপনার ট্রিগারটি টানানোর আশঙ্কা কম হবে। বেশিরভাগ এক্সপার্টরা প্রতি ট্রেডে ১% বা তারও কম রিস্ক নেওয়ার পরামর্শ দেন। ট্রেডিংয়ের চাপ কমাতে এবং এর ফলে ট্রেডিং প্যারালাইসিসেরে প্রতিকূলতা কম করার আর একটি উপায় হলো, আপনার ট্রেডিংয়ের ব্যয় যত তাড়াতাড়ি সম্ভব কাটাতে মানি ম্যানেজমেন্টের কৌশল ব্যবহার করা। দয়া করে অন্যন্য Article গুলো খুবভালো করে পড়ার অনুরোধ রইল। 

 

FxSuccessBD কে Facebook এ ফলো করুন এখনই: Facebook Page

DAILY PIPS

 

Recent Article
loading
Broker Section