loading

FOREX BASIC COURSE

ফরেক্স কি?

  • 4.0 (40 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 15th, 2019 06:33 pm


আমরা জানি প্রতিটি দেশের একটা নির্দিষ্ট মুদ্রাব্যবস্থা থাকে এবং এটি সেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক (Central Bank) দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে আমরা এটাও  জানি যে একটা দেশের মুদ্রার সাথে অন্য একটি দেশের মুদ্রার মূল্যমানেকিছুটা তারতম্য হয়ে থাকে যেমন: ইন্ডিয়ান রুপির সাথে যদি আমেরিকান ডলারের মূল্যায়ন করা হয় তাহলে দেখা যাবে; আমেরিকান ডলার = ইন্ডিয়ান ৬৭ রুপি বিষয়টিকে এভাবে বলা যেতে পারে, আমেরিকান ডলার কিনতে আপনাকে ৬৫ রুপির প্রয়োজন হবে এইযে রুপির সাথে ডলারের যে বিনিময় (Exchange) এটাই হল ফরেক্স আপনি জেনে হোক আর না জেনেই  হোক ফরেক্সের সাথে যুক্ত হয়ে আছেন। আসুন একটা উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার হওয়া যাক

 FXTM

ধরুন আপনি আমেরিকা ভ্রমন করবেন তাহলে এয়ারপোর্টে আপনাকে রুপির পরিবর্তে আমেরিকার ডলার এক্সচেঞ্জ করতে হবে যে কাজটি আপনি যেকোন ব্যাংক, এয়ারপোর্টে অথবা মানি এক্সচেঞ্জ অফিস থেকে করতে পারেন। কাউন্টারের স্ক্রিনে লক্ষ করলে দেখতে পাবেন $১ এর জন্য ৬৭ রুপির সমমান টাকা দিতে হচ্ছে। যখন আপনি এটা করছেন, তখন আপনি ফরেক্স মার্কেটে অংশগ্রহন করছেন। আপনি এক কারেন্সির বদলে আরেক কারেন্সি এক্সচেঞ্জ করেছিলেন। আপনি আমেরিকা ভ্রমণকালে টাকার বিনিময়ে ডলার এক্সচেঞ্জ করেছিলেন। সুতরাং বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় করাকেই ফরেক্স বলা হয়। ফরেক্স মার্কেট এ আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন।

 

ফরেক্স অথবা "FX" / “এফএক্স” হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্স্যিয়াল মার্কেট। যদি নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর সাথে তুলনা করেন তাহলে দেখবেন যে NYSE তে দৈনিক $২৫৭ বিলিয়ন এর মত ট্রেড হয় আর ফরেক্স মার্কেটে আনুমানিক $৬ ট্রিলিয়ন ডলার দৈনিক ট্রেড হয়।

আপনি NYSE, CNBC, Bloomberg  অথবা BBC তে বিভিন্ন সংবাদ শুনতে পান মার্কেট সম্পর্কে। তারা মুলত স্টক মার্কেট সম্পর্কে কথা বলে। তাই মার্কেটটাকে অনেক বড় ও কোলাহলপূর্ণ মনে হয়।
কিন্তু Forex  মার্কেটের সম্পর্কে যখন আপনি কিছু Study করবেন তাহলে দেখবেন এই মার্কেট আসলেই কত বড়। বিশ্বের সব ব্যংকই এই মার্কেটের সাথে প্রতক্ষ্যভাবে জড়িত।

TickMill

Recent Article
loading
Broker Section