loading

FOREX BASIC COURSE

Long নাকি Short

  • 5.0 (10 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 19th, 2019 07:18 pm

মার্কেট এনালাইসিস করে আমরা নির্ধারন করে থাকি কোন কারেন্সিপেয়ারে আমরা BUY ট্রেড এবং কোন কারেন্সিপেয়ারে আমরা SELL ট্রেড করব। Buy ট্রেড মানে কম প্রাইসে আপনি কিনবেন এবং বেশি প্রাইসে সেল করবেন। এই BUY ট্রেডকে ফরেক্সের ভাষায় LONG এবং সেল ট্রেডকে ফরেক্সের ভাষায় Short বলা হয়ে থাকে।

Buy = Long 

Sell = Short

Bid/Ask

যে কোন কারেন্সি পেয়ারে দুইটি প্রাইস দেখা যায়। নিচের ছবিটি দেখুন, আশাকরি বিষয়টা অনেক সহজ মনে হবে। প্রথমটি হল Bid প্রাইস আর পরেরটি Ask প্রাইস। Bid প্রাইসের ভ্যালু সবসময় Ask প্রাইসের চেয়ে কম থাকবে।




Bid – Ask = Spread


সংক্ষেপে BID প্রাইস এবং ASK প্রাইসের ব্যবধানকে বলা হয় SPREAD। Spread কে Transaction Cost নামেও বলা হয়ে থাকে। Spread থেকেই মূলত ব্রোকার এবং LP ( Liquidity Provider or Bank) প্রোফিট করে থাকে। আপনি যখন BUY অর্ডার দিবেন তখন ট্রেডটি কিন্তু EXACT প্রাইসে ওপেন হবে না বরং ট্রেড ওপেন হবে ASK প্রাইস থেকে এবং যখন Sell অর্ডার দিবেন, তখন ট্রেড ওপেন হবে Bid প্রাইস থেকে এবং ASK এবং Bid প্রাইসে কিছুটা GAP থাকে।
আরো লক্ষ্য করবেন যে, আপনার ট্রেড কিছুটা লস দিয়ে শুরু হয়েছে। এটার কারন হল ব্রোকার আপনার ট্রেড থেকে স্প্রেড বা Transaction Cost কেটে নিয়েছে।

সাধারনত ব্রোকারের বিভিন্ন কারেন্সি পেয়ারে Spread বিভিন্ন হয়ে থাকে যেমন EURUSD তে ১ পিপস, GBPUSD তে ১.৫ পিপস ইত্যাদি।

Recent Article
loading
Broker Section