loading

FOREX BASIC COURSE

ফরেক্স মার্কেট এনভায়রনমেন্ট কি?

  • 4.0 (7 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 07:38 pm

ট্রেড ওপেন করার আগে একজন সচেতন ট্রেডারের উচিত মার্কেটের গতিবিধি প্রথমে বিচার বিশ্লেষন করা কারন সবধরনের মার্কেট পরিবেশ পরিস্থিতি(Market Envieronment), সবধরনের ট্রেডিং স্ট্রাটেজির জন্য উপযোগী নয়। উদাহরণসরূপ বলা যায়, ট্রেন্ডিং(Trending Market) মার্কেটে ফিবো(Fibo), ট্রেন্ডলাইন (Trendline) অনেক ভালো কাজ করলেও রেন্জ মার্কেটের (Range Market/Consolidation Market)ফিবো বা ট্রেন্ডলাইন ভালো কাজ করবে না কিন্তু পিভোট পয়েন্ট (Pivot Point)বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনেক ভালো কাজ করে থাকে। সুতরাং মার্কেটে ট্রেড নেওয়ার পূর্বে মার্কেট এনভায়রনমেন্ট ভালো করে এনালাইসিস বা পর্যালোচনা করতে হবে।যাইহোক ফরেক্স মার্কেটকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি।

 যেমন:

১. ট্রেন্ডিং মার্কেট (Trending up or down)

২. রেন্জিং মার্কেট (Ranging Market)

Recent Article
loading
Broker Section