loading

FOREX BASIC COURSE

রেন্জিং মার্কেট (Range Market)

  • 5.0 (8 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 10:04 pm

আমরা জানি সাইডওয়ে মার্কেটের আর এক নাম রেন্জিং মার্কেট। বড়ধরনের ব্রেকআউটের আগে মার্কেটে Range Bound Markets তৈরি হয়। প্রাইস লেবেল একটি এরিয়ার মধ্যে উঠানামা করতে থাকে যেখানে হাইয়ার প্রাইসলেভেল রেজিস্টেন্স এবং লোয়ার প্রাইস লেভেল সাপোর্ট হিসাবে গন্য করা হয়ে থাকে।নিচে আমরা Range Bound Market এর উদাহরণ দেওয়া হল।

Trending Market বোঝার জন্য আমরা যেমন ADX ব্যবহার করেছিলাম ঠিক তেমনিভাবে Ranging মার্কেট বোঝার জন্য আমরা ADX ব্যবহার করব। মানে রাখতে হবে, যখন ADX ভ্যালু ২৫ এর নিচে থাকে তখন বুঝতে হবে মার্কেট একটা RANGE এর মধ্যে আছে। নিজের চিত্রটি লক্ষ করুন:

উপরের চিত্রটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ADX কাজ করে? BLUE অংশগুলো RANGE মার্কেট নির্দেশ করছে এবং Green অংশে গুলো Trending Market নির্দেশ করছে। 

Recent Article
loading
Broker Section