loading

FOREX BASIC COURSE

কিভাবে ট্রেডের দুশ্চিন্তা নিয়ন্ত্রন করা যাবে?

  • 5.0 (2 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • August 3rd, 2021 03:46 am

ট্রেডারদের বিপদজনক আবেগগুলোর মধ্যে “দুশ্চিন্তা করা” অন্যতম। প্রায়শই দেখা যায় ট্রেডাররা তাদের ট্রেড নিয়ে দুশ্চিন্তা করে থাকে যেটা লংটার্ম তার শারীরিক, মানসিক ব্যধিতে পরিনত হয়ে যায়। দুশ্চিন্তা হচ্ছে ট্রেডারদের এমন ধারনা দেয় যে তাদের ট্রেডিং স্ট্রাটেজির ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আয় করতে ব্যার্থ হবে। তাই, বড় ধরনের লাভ এবং প্রচুর পরিমানে আয়ের পরিবর্তে, তারা ঝুঁকিপূর্ণ ট্রেড নিয়ে থাকে এবং লস করে থাকে।আবার অনেক সময় দেখা যায় ট্রেডাররা সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি পজিশন বন্ধ করে দেয় আর তারা তাদের প্রাথমিক টার্গেটের জন্য অপেক্ষা করতে পারে না। নতুন ট্রেডারদের জন্য এটি সবচেয়ে বেশী করা ভুল।

 

অনেকে তাদের কষ্টার্জিত টাকা ফরেক্সে বিনিয়োগ করে থাকে এবং সর্বদাই ট্রেড নিয়ে চিন্তা করে থাকে। যার ফলে তাদের সঠিক ট্রেড করার ক্ষমতা বা ট্রেডিং সাইকোলজি আস্থে আস্থে নষ্ট হয়ে যেতে থাকে। সুতরাং এই ধরনের সমস্যা থেকে বের হবার চেষ্ট করা অবশ্যক, এবং তাদেরকে জানতে হবে এই ধরনের চাপের মধ্যে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং আতঙ্কিত না হয়ে নিজের আবেগকে কিভাকে নিয়ন্ত্রন করতে হয়।

মার্কেটে ভলাটিলিটির সময় সাধারনত এধরনের অযৌক্তিক কার্যকলাপ দেখা যায়। প্রাইসে দ্রুত ওঠানামার কারনে আমাদের ট্রেড নির্বাচনের ওপর আমরা আস্থা হারিয়ে ফেলি, আমরা নিজেদের ট্রেডিং স্ট্রাটেজির ওপর প্রশ্ন তুলি এবং সেই মুহূর্তে কোন কিছু পরিবর্তন করার প্রচেষ্টা করি।

এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই দুশিন্তা থেকে নিজেতে দূরে রাখা যাবে।

  • মাথা ঠাণ্ডা রাখুন। আতঙ্ক আপনাকে শুধু বিভ্রান্তই করবে। লিজের লক্ষ্যের কথা ভুলবেন না। স্টপ লস এবং টেক প্রফিট অর্ডার ব্যাবহার করুন।
  • ট্রেড ওপেন কারার আগে RISK এবং REWARD রেশিও নিয়ে ভাবুন। কত ডলারের রিস্ক নিবেন সেটা আগে নির্ধারন কুরন এবং ট্রেডকে নিজের গতিতে চলতে দেন।
  • প্রধান ইনকাম হিসাবে ট্রেডকে নেওয়া থেকে বিরত থাকুন, যতক্ষন না পর্যন্ত আপনি একজন প্রো লেভেল ট্রেডার হচ্ছেন।
  • অধিকসময় MT4 ওপেন রাখবেন না বরং মার্কেট এনালাইসিস করে ট্রেড প্রদান করুন এবং মার্কেট থেকে বেরিয়ে যান।
  • অন্যের কথায় প্রভাবিত হয়ে ট্রেড না করে নিজে এনালাইসিস করে ট্রেড করার অভ্যাস করুন এতে লস হলেও কিছু শিখতে পারবেন।
  • ইতিবাচক চিন্তা করার অভ্যাস করুন এবং নিজের ভিতর পজিটিভ এনার্জি তৈরি করার জন্য কিছু পজেটিভ বই প্রতিদিন পাঠ করুন।
  • ভালো ভালো ট্রেডারদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। অনেকে আপানাকে সময় নাও দিতে পারে কিন্তু আপনি হাল ছেড়ে দিবেন না।
Recent Article
loading
Broker Section