loading

FOREX BASIC COURSE

টোকিও সেশন (Tokyo session)

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:18 am

টোকিও সেশন

জাপান হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম ফরেক্স ট্রেডিং সেন্টার।  টোকিওকে বলা হয় এশিয়ার অর্থনৈতিক রাজধানী এবং টোকিও সেশনকে বলা হয়  এশিয়ান সেশন। টোকিও সেশন শুরু হয় ভোর ৫টায় এবং শেষ হয় দুপুর ১টায়।

টোকিও সেশনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:

  • ইয়েন (Yen) হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম  মুদ্রা যা ফরেক্স মার্কেটের প্রায় ১৭ শতাংশ জায়গা দখল করে আছে এবং ফরেক্স মার্কেটের মোট লেনদেনের প্রায় ২১ শতাংশ সংগঠিত হয় এই টোকিও বা এশিয়ান সেশনে।
  • JPY পেয়ারগুলোতে ট্রেড করার জন্য টোকিও সেশনে একটা আদর্শ সময়। নিচের টেবিলে এশিয়ান সেশনের গড় পিপস মুভমেন্ট দেওয়া হল। অনেক ট্রেডার এই সেশনে Scalping করার জন্য বেছে নেয়।

  • টোকিও সেশনে সবচেয়ে বেশি লেনদেনে অংশগ্রহন করে বিভিন্ন ধরনের BANK, commercial Companies, Exporters, Importers etc এবং জাপান এবং চীন রপ্তানীনির্ভর দেশ হওয়ার কারনে এই সেশনে প্রচুর লেনদেন সংগঠিত হয়।
  • এটা ভাবার দরকার নেই যে টোকিও সেশনে শধুমাত্র জাপানেই ট্রেড হয়, বরং এই সেশনে একই সময়ে Hong Kong, Singapore, Sydney, India তেও বিলিয়নের উপর লেনদেন হয়।
  • টোকিও সেশনে ফরেক্স মার্কেট সাধারণত Rage বা Sideway-তে মুভ করে থাকে। সুতরাং অনেক ট্রেডার এই সময়ে Scalping করতে পছন্দ করে।
  • এই সেশনে কিছু গুরুত্বপূর্ণ Economic News রিলিজ হয়ে থাকে যেগুলো London সেশনে ভালো ভালো কছু ট্রেড Oprotunity তৈরি করে।
  • এই সেশনে AUD/USD, NZD/USD পেয়ারে খুব ভালো একটা মুভ করে। সুতরাং এই পেয়ারগুলোতে ভালো কিছু ট্রেডিং সেটআপ এই সেশনে পাওয়া যায়।
  • এই সেশনে অনেক চায়না নিউজ রিলিজ হয় যেগুলো JPY এবং AUD পেয়ারগুলোকে আরও ভোলাটাইল করে দেয়।

Recent Article
loading
Broker Section