loading

FOREX BASIC COURSE

ট্রেন্ডলাইন এবং চ্যানেল

  • 5.0 (5 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:43 pm

ট্রেন্ডলাইন:

একটা প্রবাদ আছে, Trend is your friend এবং এই ট্রেন্ডকে সঠিকভাবে চিহ্নিত করতে হলে ট্রেন্ডলাইনের বিকল্প নেই। ট্রেন্ডলাইন খুব সাধারন এক ধরনের এনালাইসিস। মার্কেটের সম্ভাব্য ব্রেকআউট চিহ্নিত করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম হচ্ছে ট্রেন্ডলাইন। ট্রেন্ডলাইন অংকন করা খুব সহজ এবং এটার জন্য শুধুমাত্র মার্কেটে ট্রেন্ড যেদিকে রয়েছে সেদিকে ক্যান্ডেল বরাবর একটি রেখা অংকন করলেই হবে। যদি ট্রেন্ডলাইন ঠিক করে আঁকা হয় তাহলে এটা অন্যান্য মেথডের মত প্রাইসের সঠিক ধারা দেখাবে। উল্লেখ্য যে ট্রেন্ডলাইনে কমপক্ষে দুইটি টপ কিংবা বটম একই রেখায় মিলতে হবে এবং যদি তিনটি টপ বা বটম মিলিত হয় তাহলে ট্রেন্ডলাইনটি আরও বেশি শক্তিশালী বুঝাবে।

ট্রেন্ডলাইনের প্রকারভেদ:

ফরেক্স মার্কেটে সাধারনত তিন ধরনের ট্রেন্ডলাইন দেখা যায়। যেমন:

আপট্রেন্ড - যখন প্রাইস হাইয়ার লো দেখায়
ডাউনট্রেন্ড - যখন  প্রাইস লোয়ার হাই দেখায় (উপরে ডাউনট্রেন্ডের চার্ট দেয়া)
সাইড/ফ্ল্যাট ট্রেন্ড - যখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে চলাচল করে।

ট্রেন্ডলাইন সম্পর্কে কিছু জিনিস মনে রাখতে হবে: 

  • ট্রেন্ডলাইন ড্র করতে ২টা টপ অথবা বটম প্রয়োজন, কিন্তু ট্রেন্ড নিশ্চিত করতে ৩য় টপ অথবা বটম লাগে।
  • ট্রেন্ডলাইন যত সোজা হবে সেটা ততো বেশি অনির্ভরশীল হবে।
  • ট্রেন্ডলাইন যত সাপোর্ট ও রেজিস্ট্যান্স টেস্ট করবে, তা ততো নির্ভরযোগ্য হবে।
  • নিজের ইচ্ছামত ট্রেন্ডলাইন ড্রো না করে মার্কেটের রুলস অনুযায়ী ট্রেন্ডলাইন ড্রো করতে হবে।
  • ব্রেকআউট ট্রেডিং এর একটি সহজ মাধ্যম হলো সঠিক ট্রেন্ডলাইন ড্রো করা।

চ্যানেল:

ব্রেকআউট ট্রেডিং খুজে পাওয়ার আরও একটি অন্যতম মাধ্যম হল Channel ড্রো করা।
চ্যানেল আরেকটা টেকনিক্যাল  টুল যা আমাদের বাই অথবা সেল নির্ধারন করতে সাহায্য করে। চ্যানেলের টপ ও বটম আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স নির্নয় করতে সাহায্য করে।

চ্যানেল ড্র করার জন্য আপনাকে প্রথমে ট্রেন্ডলাইন ড্র করতে হবে। তারপর সমান্তরাল অরেকটি লাইন টানতে হবে তার জন্য ট্রেন্ডলাইনটি  সিলেক্ট করে keyboard থেকে ctrl+Alt প্রেস করে সিলেক্টকরা ট্রেন্ডলাইনটিকে ড্রাগ করলেই হয়ে যাবে Channel।

ধরনের চ্যানেল বিদ্যমান:

উর্ধ্বগামী/আপ চ্যানেল - প্রাইস যখন হাইয়ার হাই ও হাইয়ার লো ধারন করে।
নিম্নগামী/ডাউন চ্যানেল - প্রাইস যখন লোয়ার হাই এবং লোয়ার লো ধারন করে।
সাইডওয়েস/ফ্ল্যাট চ্যানেল - প্রাইস যখন একটা রেঞ্জের মধ্যে চলাচল করে।



চ্যানেল ট্রেডিংয়ের নিয়ম সাধারনত এই রকম হয়ে থাকে:

আপট্রেন্ডে - যখন প্রাইস লোয়ার ট্রেন্ডলাইন স্পর্শ করে।
ডাউনট্রেন্ডে - যখন প্রাইস আপার ট্রেন্ডলাইন স্পর্শ করে।
সাইডওয়েস/ফ্ল্যাট চ্যানেল - সেল হাই, বাই লো।

Recent Article
loading
Broker Section