loading

FOREX BASIC COURSE

৫ ওয়েভ প্যাটার্ন সামগ্রিক

  • 5.0 (2 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 25th, 2019 12:12 am

৫ ওয়েভ প্যাটার্ন:

এলিয়ট ওয়েভ থিওরিতে বলা হয়েছে, মার্কেটে ওয়েভ মূলত ২টি ধাপে মুভ করে, এদের প্রথম ধাপকে বলা হচ্ছে উম্পালস ওয়েভ এবং ২য় ধাপকে বলা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। ইম্পালস ওয়েভকে আবার ৫টি লোয়ার ডিগ্রি ওয়েভে ভাগ করা হয়েছে।

ইম্পালস ওয়েভ – প্রথম ৫ টা ওয়েভ প্যাটার্ন

কারেক্টিভ ওয়েভ – শেষের ৩ টা ওয়েভ প্যাটার্ন

উপরের প্যাটার্নে ওয়েভ ১, ৩, ৫ হল মোটিভ, মানে এগুলো ওভারঅল ট্রেন্ডের দিকে যায় আর ওয়েভ ২ এবং ৪ হল কারেক্টিভ ওয়েভ। এখন এগুলোকে বিশ্লেষণ করি।

ওয়েভ ১ – প্রথম ওয়েভে,  Buyer মার্কেটে প্রবেশ করে থাকে। তারা বাই করার জন্য একটি ভালো কোন কারন পেয়েছে (হোক সেটা টেকনিক্যাল অথবা ফান্ডামেন্টাল)। মার্কেটে হাই Volume-এ বাইয়ার প্রবেশ করার করনে Supply & Demand এর প্রভাবে মার্কেট আপট্রেন্ডে প্রবেশ করে।
ওয়েভ ২ – যখন বাইয়ার তাদের ট্রেড প্রফিটে ক্লোজ করে দেয় তখন ওই ইম্পালস আস্তে আস্তে নেমে যেতে থাকে। অনেক ইনভেস্টর যারা প্রথম ওয়েভ মিস করেছে, আর নতুন সুযোগের অপেক্ষায় আছে।
ওয়েভ ৩ – সাধারনত সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘতম ওয়েভ। সকল ইনভেস্টর যারা বাই করতে চায় ( যারা ওয়েভ ১ ধরতে পারেনি আর যারা ধরেছে) তারা এই ওয়েভে বাই করবে। এছাড়াও, এই ওয়েভের মাঝপথে যারা আপট্রেন্ড মানতে দিধাবোধ করছিল তারাও এখন আপট্রেন্ডে সম্মতি দিবে। সবকিছু মিলিয়ে এটা মেইন ট্রেন্ডের দিকে জোরে একটা ঠ্যালা দিবে।

ওয়েভ ৪ – এখানে লাভ বুঝে নেয়ার সময়। ইম্পালসিভ মুভ আবার ম্লান হওয়া শুরু করে। কিন্তু কারেকশন অগভীর হবে যেহেতু এখনো অনেক বায়ার আছে যারা ট্রেন্ডে ঝাপ দিতে চায়।

ওয়েভ ৫ – আপট্রেন্ড আবার ক্রমাগত হয়, কিন্তু মার্কেট এখানে ওভারবট আর এটা নিশ্চিত যে একটা রিভার্সাল প্রয়োজন। ৫ম ওয়েভের শেষকে মাঝেমাঝে (আপট্রেন্ডে) ওভারসোল্ড এবং ডাইভারজেন্স হিসেবে মার্ক করা হয়। 

প্রসারিত ইম্পালস ওয়েভ

একটা জিনিস আপনার জানা দরকার যে, এলিয়ট ওয়েভ থিওরিতে যেকোনো ইম্পালসিভ ওয়েভে (১, ৩ অথবা ৫) একটা ওয়েভ সম্প্রসারিত থাকবে। সোজা কথায়, একটা ওয়েভ বাকি ২ টা ওয়েভের চেয়ে বড় থাকবে।

এলিয়ট সাহেবের মতে, সাধারনত এটা ৫ম ওয়েভ সম্প্রসারিত হয়। সময়ের সাথে সাথে মানুষ ৩য় ওয়েভকে সম্প্রসারিত ওয়েব হিসেবে আখ্যায়িত করেছে।

 

Recent Article
loading
Broker Section