loading

FOREX BASIC COURSE

ফান্ডামেন্টাল এনালাইসিস কি?

  • 5.0 (5 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 07:35 pm

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি?

সংক্ষেপে অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্যাদির ওপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়ে থাকে। ফ্যান্ডামেন্টাল এনালাইসিসিকে বলা হয়ে থাকে মার্কেট মুভার বা মার্কেটের চলমান শক্তি। মার্কেটে প্রাইস লেভেল লংটার্ম কোন দিকে যাবে তা অনেকটা ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর নির্ভরশীল।

ট্রেডিংয়ে টিকে থাকার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস শেখা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে থাকেন শুধু টেকনিক্যাল এনালাইসিস শিখেই ভালো ট্রেড করা যায়। আসলে বিষয়টি সত্য নয়। এই মার্কেটে আপনি তখনই পরিপূর্ণ ট্রেডার হতে পারবেন যখন আপনি সব খুটিনাটি বিষয়গুলো সঠিকভাবে আয়ত্বে আনতে পারবেন এবং Fundamental এবং Technical এর সাথে কম্বিনেশন করে ট্রেড করতে পারবেন।

ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। দেশের বিভিন্ন ফান্ডামেন্টাল ইভেন্ট কিভাবে এবং কেন একটি দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল ইভেন্ট রয়েছে যেমন দেশের বেকারত্বের হার, ইন্টারেস্ট রেট, রিটেইল সেলস ইত্যাদি।

কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেড়ে যেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।

এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলঃ

দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী

দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম

ধরা যাক ইউ. এস. ডলার শক্তিশালী হচ্ছে কারন আমেরিকার অর্থনীতি আগের থেকে ভাল করছে। তাহলে তাদের মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রন করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজন হতে পারে।

অধিক ইন্টারেস্ট রেট ডলার নির্ভর অর্থনৈতিক সম্পদগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই কেউ যদি ঐসব সম্পদ কিনতে চায় বা বিনিয়োগ করতে চায়, তবে প্রথমে তাদের ডলার কিনতে হবে। আর তার ফলেই ডলারের ভ্যালু বৃদ্ধি পাবে।

পরবর্তীতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আর্টিকেলগুলোতে আপনি জানতে পারবেন বিভিন্ন নিউজ, তাদের ইফেক্ট এবং কিভাবে সেগুলো বুঝে ট্রেড করতে হয় এই সম্পর্কে।

Recent Article
loading
Broker Section