loading

FOREX BASIC COURSE

ফরেক্সে কারেন্সি মূল্য কিভাবে পড়ব

  • 5.0 (9 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 18th, 2019 03:09 pm

আগের আলোচনায় আমরা শিখেছি, কারেন্সির মূল্য সবসময় কারেন্সি পেয়ারে বা জোড়ায় গননা করা হয় (যেমন: Eur/Usd)। কারন আপনি যখন একটি কারেন্সি BUY করবেন তখন অন্য একটি কারেন্সি Default ভাবে সেল করবেন।


এখানে ইউরো (EURO) বেস  (Base) কারেন্সি এবং ইউ এস ডি (USD) কোট (Quote) কারেন্সি। যখন আপনি কিনবেন (Buy) তখন আপনি দেখতে পাবেন যে আপনার ১ ইউনিট বেস কারেন্সি কিনতে কত ইউনিট কোট কারেন্সি প্রয়োজন। আপনি যখন বিক্রি করবেন তখন আপনি দেখতে পারেন যে, আপনি ১ ইউনিট কোট কারেন্সির বিনিময়ে কত ইউনিট বেস কারেন্সি পাবেন।



আপনি তখনই কিনবেন যখন মনে করবেন যে, বেস কারেন্সির মূল্য বৃদ্ধি পাবে। আপনি তখনই বিক্রি করবেন যখন মনে করবেন যে, বেস কারেন্সির মূল্য কমবে। আশাকরি বিষয়গুলো বুঝতে পেরেছেন।

Recent Article
loading
Broker Section