সফলভাবে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে নিউজ সম্পর্কে ধারনা রাখতে হবে। মনে রাখতে হবে, এই অর্থনৈতিক নিউজগুলোই ফরেক্স মার্কেটের মূল চালিকাশক্তি। প্রতিদিন আমরা দেখেছি যে, কিছু কিছু সময়ে কিছু কারেন্সি পেয়ারে মুুভমেন্ট অনেক বেশি হয়। অসলে এই সময় গুলোতে গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হয়। এবং এই নিউজ গুলো আপনি বিভিন্ন ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার (Economic Calendar) সেকশনে পাবেন। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠান জরিপ করে কোন নিউজের ভ্যালু কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এই ভূমিকায় থাকে বিভিন্ন প্রতিষ্ঠান যাদেরকে নিউজ এজেন্সী বলা হয়ে থাকে এগুলোর মধ্যে রয়েছে Bloomberg, CNBC এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী। এই forecast ভ্যালুর চেয়ে actual ভ্যালু খারাপ হওয়া ঐ দেশটির খারাপ অর্থনৈতি নির্দেশ করে থাকে , আর Forecast ভ্যলু থেকে ভাল করা মানে দেশটির ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইস প্রচুর উঠানামা করে মার্কেটকে করবে HIGH VOLATILE। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রার মান বাড়তে থাকবে আর ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে মুদ্রার মান হ্রাস পাবে।
যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৭০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে।
উপরের ছবিতে দেখুন কোন দেশের কোন কোন নিউজে কত পিপ মুভমেন্ট হতে পারে এবং কত টুকু চেঞ্জে নিউজ ফিগার আসলে সেটা ট্রেড করা যায়।
Tradable Figure হচ্ছে ঐ নিউজের forecast থেকে কতটুকু চেঞ্জে actual figure আসলে সেটা ট্রেড করার যোগ্য। উপরের ট্রেডেবল ফিগারটা হচ্ছে একেবারে মডারেট ফিগার। মানে অতটুকু একচুয়াল ভ্যালু চেঞ্জ হলে প্রাইস অবশ্যই মুভ করবে। কিন্তু বাস্তবে ট্রেড করার জন্য অতটুকু চেঞ্জ দরকার হয় না । কিছুটা কম চেঞ্জ হলেও সমস্যা নেই। যেমন US Nonfarm payroll হচ্ছে অনেক স্পর্শকাতর একটা নিউজ। এটার ট্রেডেবল ফিগার দেয়া আছে 70K ডিফারেন্সে। কিন্তু 70K ডিফারেন্স না হয়ে কম হলেও প্রাইস প্রচুর মুভ করবে।
Movement range হচ্ছে কত পিপস মুভ হতে পারে। নিউজটি পক্ষে আসলে প্রাইস বাড়বে আর বিপক্ষে আসলে প্রাইস কমবে।
বিভিন্ন ব্রোকার নিউজ রিলিজের সময় স্প্রেড বাড়িয়ে দেয় কারণ ঐ মুহূর্তে মার্কেটে volatility বেশি থাকে। তাই আপনার একাউন্ট ফিক্সড স্প্রেড না হলে স্প্রেড বেশি দেখলে অবাক হবেন না। Requotes হতে পারে যদি আপনার ব্রোকার Market Maker হয়ে থাকে। আবার মাঝে মাঝে প্লাটফর্ম হ্যাং হয়ে যেতে পারে। আবার ট্রেড ওপেন হয়ে গেলেও শো না করতে পারে। সেক্ষেত্রে আপনি পুনরায় ট্রেড ওপেন করে ফেললে পরে দেখবেন ২টা ট্রেড। নিউজ রিলিজের পর একচুয়াল ভ্যালু যা আসে তা মাঝে মাঝে সংশোধন হয় যাকে Revise বলে। যেমন ইউএস এর jobless claims আসল প্রচুর। jobless claims প্রচুর আসা মানে আমেরিকায় চাকরি সঙ্কট প্রচুর। মানে আমেরিকার ইকোনমি খারাপ অবস্থায় আছে। আপনি eur/usd বাই দিলেন। পরে revised figure আসল যে আসলে ততটুকু খারাপ নয়। তখন মার্কেট সাথে সাথে ইউ টার্ন করবে। সেসময় আপনাকে স্ক্রিনের সামনে থাকতে হবে যাতে কোন অপ্রত্যাশিত লস থেকে ট্রেডকে SAVE করা য়ায়। তাই নিউজ ট্রেড অবশ্যই সতর্কতার সহিত করতে হবে।
সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফল
অনেকে প্রশ্ন করেন ভাই ট্রেডিংয়ে সফলতার মূলমন্ত্র কি? যদিও সফলতা অনেক দূর কিন্তু আমি আমার ছোট ট্রেডিং ক্যরিয়ারের আলকে বলতে পারি ট্রেডিং
ফরেক্স মার্কেটে যত ধরনের জনপ্রিয় এবং প্রফিটেবল ট্রেডিং সিস্টেম রয়েছে তার মধ্যে স্কাল্পিং(Scalping) ট্রেডিং সিস্টেম অন্যতম। খুব অল্প সময়ের ম
আসল Head & Shoulders Pattern প্রায়শই ঘটে না, কিন্তু যখন এটি তৈরি হয় তখন অনেক ট্রেডাররা এই প্যাটার্নকে মার্কেটে একটা বড় ধরনের ট্রেন্ড রিভারসেল (Reversal) প্
শুধুমাত্র ফরেক্স ট্রেডিং নয় জীবনের সকল স্তরে সফলতার জন্য প্রয়োজন লোভ থেকে দূরে থাকা। যারা লোভকে জয় করতে পারবে তাদের জন্য দীর্ঘস্থায়ী স
মানুষ অভ্যাসের দাস তাই তার পূর্বের অভ্যাস বা অবেগগুলোকে সে খুব সহজেই ঝেড়ে ফেলতে পারে না। ফরেক্স ট্রেডিংয়ে লসের অন্যতম কারন হল এই আবেগগু
অনেক ট্রেডার আছেন পিভট পয়েন্ট বললে সাপোর্ট ও রেসিস্ট্যান্স বুঝে থাকেন। অনেকে আবার সাপোর্ট বা রেসিস্ট্যান্সের সম্ভাব্য লেভেল হিসাবে প
সফলভাবে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে নিউজ সম্পর্কে ধারনা রাখতে হবে। মনে রাখতে হবে, এই অর্থনৈতিক নিউজগুলোই ফরেক্স মার্কেটের মূ
নতুন ট্রেডারদের মধ্যে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সময় প্রথম যে প্রশ্ন আসে, তা হল মাইক্রো অ্যাকাউন্ট না স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ওপেন কর