loading

FOREX BASIC COURSE

ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজ (Triangles)

  • 5.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 05:36 pm

ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজ (TRIANGLES): ট্রায়াঙ্গেল অথবা ত্রিভুজ প্যাটার্ন হলো ফরেক্স মার্কেটে খুব জনপ্রিয় এবং পরিচিত চার্ট প্যাটার্ন। মাঝেমাঝে প্রাইস লেভেল এমনভাবে মুভ করে যে চার্টে প্রাইস বারগুলো নির্দিষ্ট জায়গা নিয়ে মুভ করতে করতে ত্রিভুজ আকৃতি ধারন করে।  এই প্যাটার্ন মার্কেটে Supply এবং Demand এর হাড্ডাহাড্ডি লড়াই এবং নিকটবর্তী ব্রেকআউট নির্দেশ করে থাকে। এই প্যাটার্নে Resistance ট্রেন্ড লাইন এবং Support ট্রেন্ড লাইন ক্রমাগত Horizontal থেকে Diagonal-এ পরিণত হয়ে থাকে। নিচের চিত্রটি লক্ষ করুন:

 

ত্রিভুজ অথবা Triangles প্যাটার্ন তিন ধরনের হয়ে থাকেঃ

১। সিমেট্রিক্যাল ত্রিভুজ (Symmetrical Triangle)
২। উদ্ধগামি ত্রিভুজ (Ascending Triangle)
৩। নিম্নগামি ত্রিভুজ (Descending Triangle)

সিমেট্রিক্যাল ত্রিভুজ (Symmetrical Triangle): সিমেট্রিক্যাল ত্রিভুজ প্যাটার্ন ২টা ট্রেন্ডলাইন দিয়ে গঠিত হয় যা আস্তে আস্তে একটা অপরটার সাথে মিলিত হতে থাকে তবে। যখন এটা ফর্ম করে, তখন চার্টে সাধারনত আমরা উদ্ধগামী সাপোর্ট ট্রেন্ড লাইন এবং নীম্নগামী রেজিস্ট্যান্স দেখতে পাব। এর মানে হল যে মার্কেটে পর্যাপ্ত পরিমানে ট্রেডার নেই যারা প্রাইসকে কোন একদিকে নিয়ে যাবে।

 

মার্কেট তখন যে কোন একদিকে প্রভাবিত হওয়ার জন্য অপেক্ষা করে। যখন ত্রিভুজ ব্রেক করে তখন কোন নিশ্চয়তা নেই যে প্রাইস কোন দিকে মুভ করবে। তবে অধিকাংশ ক্ষেত্রে প্রাইস পূর্ববর্তী ট্রেন্ডের দিকে মুভ করবে। নিম্নের চার্টটি দেখুনঃ

 

উদ্ধগামী ত্রিভুজ অথবা Ascending Triangle: উদ্ধগামী ত্রিভুজে প্যাটার্নের প্রধান বৈশিষ্ট হলো সমতল রেজিস্ট্যান্স লাইন (Horizontal Resistance Lind। এছাড়া প্রাইস হাইয়ার লো তৈরি করবে যেটা উদ্ধগামি ট্রেন্ডলাইন দিয়ে আকা যায়। ২টা ট্রেন্ডলাইন সম্মিলিত করলে দেখা যাবে উদ্ধগামী ত্রিভুজ বা Ascending Triangle প্যাটার্ন।

উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নে রেজিস্ট্যান্স লাইন থাকবে Horizontal এবং প্যাটার্নটি তৈরি হয়েছে একটি আপট্রেন্ড মার্কেটে যেখানে ছিল উদ্ধগামী সাপোর্ট লাইন। তবে এই প্যাটার্নটা তখনই VALID প্যাটার্ন হবে যখন প্রাইস লেভেল কমপক্ষে ২ বার করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা ট্রেন্ডলাইনই টেস্ট করতে হবে। অভিজ্ঞ ট্রেডাররা মনে করেন Ascending Triangle প্যাটার্ন একটা শক্তিশালী ট্রেন্ড কন্টিনিউয়েশন প্যাটার্ন  যা বুলিশ ট্রেন্ডের ধারাবাহিক মুভ কে বুঝিয়ে থাকে। তবে মার্কেটের গতিবিধি, Currency Strength, Economic Event ইত্যদির উপর ভিত্তি করে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। টার্গেট নির্ধারন করার জন্য ত্রিভুজের লো পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স লাইন এর দুরত্ব কত পিপস দেখতে হবে এবং পরবর্তী টার্গেট হবে একই দুরত্ব যা পবিমাপ করতে হবে ব্রেকআউট পয়েন্ট থেকে, চিত্রটি দেখলে বিষয়টি পরিষ্কার হবে।

নিম্নগামী ত্রিভুজ (Descending Triangle) প্যাটার্ন: নিম্নগামী ত্রিভুজ বলতে যদি আপনি চিন্তা করে থাকেন যে এটা উদ্ধগামি ত্রিভুজের উল্টা তাহলে আপনাকে বলতে হচ্ছে যে আপনি সঠিক। নিম্নগামি ত্রিভুজ সাপোর্ট এবং লোয়ার লো ট্রেন্ডলাইন সংযুক্ত করে তৈরি হয়। 

Ascending Triangle এর সাথে Descending Triangle প্রধান পার্থক্যসমূহ:

  • Descending Triangle প্যাটার্নে সাপোর্ট লাইন সমতল বা Horizental থাকে কিন্তু Ascending Triangle এ রেজিস্ট্যান্স লাইন সমতল হয়।
  • Descending Triangle প্যাটার্ন Bearish ট্রেন্ডে এবং Ascending Triangle বুলিশ ট্রেন্ডে হয়ে থাকে।
  • একটা বেয়ারিশ এবং অন্যটি বুলিশ ট্রেন্ড কন্টিনিউয়েশন নির্দেশ করে থাকে।

Recent Article
loading
Broker Section