loading

FOREX BASIC COURSE

ম্যাকডি ইন্ডিকেটর / MACD

  • 5.0 (2 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 11:53 pm

মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স (ম্যাকডি)/MACD: ম্যাকডি ইন্ডিকেটর  প্রথম ডেভলপ করেন গ্যারাল্ড আপেল (Gerald Appel)  নামে একজন স্টোক মার্কেট ট্রেডার ১৯৭০ সালের শেষের দিকে। ম্যাকডি ফাস্ট এবং স্লো মুভিং মার্কেটের জন্য উপযুক্ত একটি ইন্ডিকেটর। মার্কেটের মুভমেন্টের সঠিক দিকনির্দেশনা পাওয়ার জন্য MACD/ম্যাকডি ট্রেডারদের কাছে অনেক জনপ্রিয় একটি ইন্ডিকেটর। ম্যাকডি ২টা মুভিং এ্যাভারেজের মধ্যে তারতম্য দেখায়, যেহেতু এটার মুভমেন্ট প্রাইস মুভমেন্টের সাথে হয়ে থাকে তাই এটার কোন আপার অথবা লোয়ার লিমিট থাকে না।

ম্যাকডি ইন্ডিকেটরের বিভিন্ন ব্যবহার ( USE OF MACD): মার্কেটের ট্রেন্ড সম্পর্কে সঠিক একটা ধারণা পাওয়ার জন্য এই MACD ইন্ডিকেটর অনেক প্রয়োজনীয় একটি টুলস। নিচে এই MACDএর কিছু ব্যবহার তুলে ধরা হল।

 

ক্রসিং (Crossing): ম্যাকডি ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা অনেকটা ম্যাকডি লাইনের সাথে সিগল্যাল লাইনের অতিক্রম করার সাথে সম্পর্কিত। যখন ম্যাকডি লাইন সিগন্যাল লাইনের নিচে নেমে যায় তখন মার্কেট নীম্নগামী হবার প্রবনতা এবং যখন ম্যাকডি তার সিগল্যাল লাইনের উপরে ওঠে তখন উদ্ধগামী হবার প্রবণতা প্রকাশ করে থাকে। ম্যাকডি যখন শূন্যের উপরে অথবা নিচে নামে তখন ক্রয় অথবা বিক্রয় করা উচিত।

অতিরিক্ত ক্রয়/বিক্রয় পরিস্থিতি (overbought/oversold): মার্কেটে overbought/oversold পরিস্থিতি বোঝার জন্য এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স খুবই কার্যকর ভুমিকা পালন করে থাকে। যখন ম্যাকডি ভ্যালু বৃদ্ধি পায় তখন বুঝতে হবে যে মার্কেট প্রাইস অতিমূল্যায়িত হচ্ছে এবং এটা খুব শীঘ্রই বাস্তবসম্মত পর্যায়ে ফিরে আসবে।

ডাইভারজেন্স (Divergence): ম্যাকডি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা DIVERGENCE ট্রেডিং করতে পারি। যেখানে মূল্য যখন নতুন হাই তৈরি করে এবং মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স নতুন হাই তৈরি করতে ব্যর্থ হয় তখন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়। অপরদিকে মূল্য যখন নতুন লো তৈরি করে কিন্তু এমএসিডি তা করতে ব্যর্থ হয় তখন বিয়ারিশ কনভারজেন্স তৈরি হয়। উভয় ধরণের ডাইভারজেন্স খুব প্রয়োজনীয় যদি তা অতিরিক্ত ক্রয়/অতিরিক্ত বিক্রয় এরিয়ার মধ্যে ঘটে।

এমএসিডি হিসাব(MACD Calculation): ১২-প্রিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ থেকে ২৬-প্রিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ বিয়োগ করে এমএসিডি বা ম্যাকডি হিসাব করা হয়। এমএসিড এর উপরের দিকে একটি ৯-প্রিয়ড ডটেড সিম্পল মুভিং এভারেজ (সংকেত লাইন) আঁকা হয়।

MACD = EMA(CLOSE, 12)-EMA(CLOSE, 26)

SIGNAL = SMA(MACD, 9)

যেখানে:

EMA - এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ;

SMA - সিম্পল মুভিং এভারেজ;

SIGNAL - নির্দেশকের সংকেত লাইন।

MACD প্রকারভেদ(DIFFERENT TYPES OF MACD): ম্যাকডি সাধারনত ২ ধরনের হয়ে থাকে।

  • ১ লাইনের ম্যাকডি
  • ২ লইিনের ম্যাকডি

১ লাইনের চেয়ে ২ লাইনের ম্যাকডিকে আপনাদের কাছে বেশি উপকারী বলে মনে হবে। 

ম্যাকডি ইন্ডিকেটরের বিভিন্ন সিগন্যালসমূহ: 
ম্যাকডি লাইন ক্রসওভার –নামের মধ্যদিয়েই বোঝা যায় যে এক্ষেত্রে একটি ম্যাকডি লাইন অন্য একটি ম্যাকডি লাইনকে ক্রস করবে যেটা ট্রেন্ড পরিবর্তনের সংকেত দিয়ে থাকে।
ম্যাকডি হিস্টোগ্রাম এর উপরে/নিচে – ম্যাকডি লাইন হিস্টোগ্রাম ০ এর উপরে থাকলে থাকলে বুলিশ মার্কেট আর নিচে থাকলে বিয়ারিশ মার্কেট নির্দেশ করে থাকে।
ম্যাকডি হিস্টোগ্রাম থেকে সরে গেলে – কিছু সময়ের মধ্যে বর্তমান ট্রেন্ডের শক্তিশালী হয়ে ওঠার সংকেত দিয়ে থাকে।

ম্যাকডি হিস্টোগ্রাম ডাইভারজেন্স – এটাও একটা ট্রেন্ড পরিবর্তনের সংকেত। অতিসত্তর ঘটিত ট্রেন্ড রিভার্সালের সংকেত দিয়ে থাকে যা আমারা ম্যাকডি হিস্টোগ্রাম থেকে বুঝতে পারি।

আগে বলেছিলাম যে ম্যাকডি ফাস্ট ও স্লো দুই মার্কেটের জন্য উপযোগী। Gerald Appel এর মতে স্ট্যান্ডার্ড সেটিং (১২,২৬,৯) মার্কেটে সবচেয়ে ভাল ফলাফল দিয়ে থাকে। আপনি যদি চান তাহলে ম্যাকডি নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন।

ম্যাকডির অন্যান্য জনপ্রিয় সেটিং হল:

  • ৬,১২,৫
  • ৭,১০,৫,
  • ৫,১৩,৮

চলুন স্ট্যান্ডর্ড ম্যাকডি সেটিং (১২,২৬,৯) চার্টে কীভাবে থাকে তা দেখি: ম্যাকডি ট্রেডিং স্ট্রাটেজি নিয়ে আমার আরও বিশদভাবে আলোচনা করব, Trading Strategy সেকশনে।

 

Recent Article
loading
Broker Section