loading

FOREX BASIC COURSE

রোলওভার (Rollover)

  • 5.0 (10 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • May 12th, 2019 07:32 am

আপনি যদি ট্রেড পরের দিন পর্যন্ত খোলা রাখেন তাহলে ব্রোকার আপনার সেই ট্রেডের উপর হয় সুদ দিবে নয়ত সুদ কাটবে। এটা দিন শেষ হলেই ধার্য করা হয়।


সুদ হবার কারন, যেহেতু আপনি একটা কারেন্সি ধার নিয়ে অন্য একটা কারেন্সি কিনছেন সেটার উপর দিন শেষে সুদ ধার্য হচ্ছে। আপনি যেই কারেন্সি ধার নেন তার উপর সুদ দেন আর যেই কারেন্সি কিনেন তার উপর সুদ পান। আপনার ট্রেডে সুদ যোগ-বিয়োগ নির্ভর করে আপনি কোন কারেন্সি পেয়ার ট্রেড করছেন। আর একটা কথা, আপনার ব্রোকার সুদ ভিন্নভাবে গননা (যেমন লিভারেজের উপর ভিওি করে) করতে পারে।

 

Recent Article
loading
Broker Section