loading

FOREX BASIC COURSE

চার্টের প্রকারভেদ

  • 5.0 (5 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:37 pm

চার্টের প্রকারভেদ

আমাদের ফরেক্স টার্মিনালে সাধারনত ৩ ধরনে চার্ট পাওয়া যায়। সেগুলো হল:

  • লাইন চার্ট
  • বার চার্ট
  • ক্যান্ডেলস্টিক চার্ট

এখানে সবথেকে জনপ্রিয় এবং বহুল প্রচলিত চার্ট হলো ক্যান্ডেলস্টিক চার্ট। নিচে আমার এই তিন প্রকার চার্ট নিয়ে আলোচনা করব।

লাইন চার্ট (Line Chart):

এই চার্টে শুধু একটা লাইন দেখতে পাবেন যেটা প্রাইসের মুভমেন্ট উপর ভিত্তি করে তৈরি হয়। একটি ক্লোজিং প্রাইস থেকে পরের ক্লোজিং প্রাইস পর্যন্ত একটি সহজ লাইনে যুক্ত হয়ে থাকে।  নিম্নে লাইন একটি লাইন চার্ট দেয়া হল।

বার চার্ট ( Bar Charts)

বার চার্ট একটু জটিল কিন্তু লাইন চার্ট থেকে বেশি তথ্যবহুল। বার চার্টে আপনি দেখতে পাবেন পারবেন opening এবং Closing প্রাইস তার সাথে দেখতে পাবেন, Highs এবং Lows। ভারটিক্যাল বারের নিচের অংশ আপনাকে ওই নির্দিষ্ট সময়ের সবচেয়ে কম প্রাইস(Low) নির্দেশ করে অন্যদিকে, এর উপরের অংশ আপনাকে ওই নির্দিষ্ট সময়ের সবচেয়ে বেশী প্রাইস (High) নির্দেশ করে।

বার চার্টে আমরা যা দেখতে পাব….


ওপেনিং প্রাইস = কোন প্রাইসে বার শুরু হয়েছে।
হাই = প্রাইস কতটুকু উপরে উঠেছে।
লো = প্রাইস কতটুকু নিচে নেমেছে।
ক্লোজিং প্রাইস = কোন প্রাইসে বার ক্লোজ হয়েছে।

ক্যান্ডেলস্টিক চার্ট (Candlesticks Chart):

বার চার্টের মত ক্যান্ডেলস্টিক চার্ট ও একই তথ্য প্রদান করে থাকে। 90% ট্রেডার ক্যান্ডেলস্টিক পছন্দ করে থাকে। ক্যান্ডেলস্টিক চার্টে ওপেন, হাই, লোও ক্লোজ দেখায় এবং তার মধ্যে একটা ব্লক দেখায় যেটাকে বডি বলা হয়। নিম্নে আমরা ২ ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। বুল ও বিয়ার ক্যান্ডেল।

ক্যান্ডেলস্টিক চার্টের জনপ্রিয়তার কিছু কারন নিচে দেওয়া হল।



  • ক্যান্ডেলস্টিক ব্যাখ্যা করা সহজ এবং পরবর্তী মুভমেন্ট সহজে ধারনা করা যায়।
  • ক্যান্ডেলস্টিক চার্টে মার্কেটের Price Action বুঝতে সহজ হয়।
  • অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যা আপনাকে মার্কেটের পরবর্তী মুভ সম্পর্কে ধারনা দেয়। 
  • মার্কেট কখন Turn করবে তার সম্পর্কে ধারনা দেয়।

Recent Article
loading
Broker Section