loading

FOREX BASIC COURSE

ফরেক্সে মার্কেটে কিভাবে প্রফিট হিসাব হয়

  • 4.0 (19 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 22nd, 2019 07:45 pm

How to earn from Forex?

ফরেক্স মার্কেটে ট্রেডারদের প্রধান কাজ হলো মার্কেটে কারেন্সির মূল্য একটা অন্যটার তুলনায় হ্রাস পেলে ক্রয় করা এবং মূল্য বৃদ্ধি পেলে বিক্রয় করা।
ধরুন আপনি €১০০০ ইউরো কিনতে চাচ্ছেন ইউএস ডলারের বিনিময়ে।


€১ = $১.২০

তাহলে €১০০০ কিনতে আপনার লাগবে $১.২০ X ১০০০ = $১২০০

১ মাস পরে ইউরোর দাম ১.৩০ হলো এবং আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দিলেন। তাহলে আপনি পাচ্ছেন  $১৩০০-$১২০০= $১০০

যদি ১ ডলারের দাম ৭৫ টাকা হয় তাহলে

$১২০০= ৳৮০ X ১২০০= ৯৬০০০ টাকা মাত্র

মন খারাপ করবেন না। আপনার ট্রেড করতে এত টাকার প্রয়োজন নেই। ফরেক্স ট্রেডিংয়ে ব্রোকার আপনাকে লেভারেজ দিবে যেন আপনি অল্প ইনভেস্ট করেও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। যাইহোক এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব।

Recent Article
loading
Broker Section