loading

FOREX BASIC COURSE

কারেন্সি পেয়ার (Currency Pair)

  • 5.0 (8 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 18th, 2019 02:51 pm

শেয়ার মার্কেট এবং ফরেক্স মার্কেটের একটি মৌলিক পার্থক্য হল, শেয়ার মার্কেটে শেয়ারের মূল্য নির্ধারিত হয় সে দেশের মুদ্রার বিপরীতে যেমন আমেরিকার NYSEC তে শেয়ারের মূল্য নির্ধারিত হয় ডলারে, বাংলাদেশের DSEC তে শেয়ারের মূল্য নির্ধারিত হয় টাকায় আর ইন্ডিয়াতে NSE তে শেয়ারের মূল্য নির্ধারিত হয় রুপিতে।

কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব। যে কারনে ফরেক্স মার্কেটে একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রার ট্রেড হয় বা একটি কারেন্সির বিপরীতে অন্য কারেন্সির মূল্য নির্ধারিত হয়।  শুধু ইউরো বা ডলারের কোন FIXED মূল্য থাকতে পারে না। যেমনঃ ১ ডলার দিয়ে ৭০ ইন্ডিয়ান রুপি  পাওয়া যায় যা প্রতিনীয়ত উঠানামা করতে থাকে। এবার ১ ডলার দিয়ে মাত্র ০.৭০ ইউরো অথবা ০.৯৩ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া সম্ভব। আবার যদি জাপানিজ ইয়েনের কথা ধরি, তাহলে ১ ডলার দিয়ে আপনি ৮০ ইয়েন পাবেন। তাহলে, ডলারের মূল্য আসলে কোনটি? বিভিন্ন দেশের মানুষই তো ফরেক্স মার্কেটে ট্রেড করেন, কোন দামে তারা ডলার কিনবে?

FXTM

এই জন্যই ফরেক্স মার্কেটে সবকিছু কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। যেমন ধরুন, EUR/USD (ইউরো/ইউ এস ডি), একটি কারেন্সি পেয়ার। বর্তমানে 1 EUR/USD = 1.1234, যার মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি 1.1234 ডলার পাবেন। ওহ, বলতে ভুলে গিয়েছি, USD = United States Dollar বা আমেরিকান ডলার। সহজ করে বললে, যেটাকে আমরা ডলার বলে চিনি।

চলুন দেখে নেওয়া যাক আরও কিছু কারেন্সি পেয়ারঃ

1 AUD/USD = 0.69946 , এর মানে হচ্ছে ১ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে আপনি 0.69946 আমেরিকান ডলার পাবেন।
1 GBP/USD = 1.29922 , এর মানে হচ্ছে ১ পাউন্ড দিয়ে আপনি 1.29922 আমেরিকান ডলার পাবেন।
1 NZD/USD = 0.65890 , এর মানে হচ্ছে ১ নিউজিল্যান্ড ডলার দিয়ে আপনি 0.65890 আমেরিকান ডলার পাবেন।
1 USD/JPY = 109.903 , এর মানে হচ্ছে ১ ডলার দিয়ে আপনি 109.903 জাপানিজ ইয়েন পাবেন।
1 EUR/JPY = 123.464 , এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি 123.464 জাপানিজ ইয়েন পাবেন।

আশাকরি এখন কারেন্সি পেয়ারের ব্যাপারটা বুঝতে পেরেছেন।

ICMarkets

আচ্ছা আমরা যদি একটু ঘুরিয়ে লিখি এবার? আমরা সাধারণত লিখি 1 EUR/USD = 1.1234  কিন্তু যদি এভাবে EUR/USD না লিখে USD/EUR লিখি, তাহলে কি সমস্যা আছে?

অবশ্যই নেই। তবে মনে রাখবেন, কারেন্সি পেয়ারের প্রথম কারেন্সি নির্দেশ করে তা দিয়ে আপনি কত পরের কারেন্সি (Quote Currency) পাবেন। 

1 EUR/USD = 1.1234. এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি 1.1234 ডলার পাবেন।

তাহলে, 1 USD/EUR নির্দেশ করবে ১ ডলার দিয়ে আপনি কত ইউরো পাবেন। উত্তর হবে, ঠিক উল্টো, 1/1.1234 



একটা প্রশ্ন এখনও রয়েই গেল, আপনি প্রতিবার দশমিকের পরে এতগুলো সংখ্যা নিচ্ছেন কেন? যেমন, 1 EUR/USD = 1.1234 লিখেন কেন? 1.12 লিখলেই তো হয়। শেয়ার মার্কেটে তো এই দশমিকের ভেজাল নাই, সব শেয়ারের মূল্য হয় ২০ টাকা, নয় ৬০ টাকা না হয় ১২০০ টাকা। কোনদিন তো শেয়ারের দাম ২০.২৫৪৩ টাকা যায় নি এত ভেজাল কেন?

প্রথমত ফরেক্স মার্কেটে একটি কারেন্সি পেয়ার হচ্ছে দুইটি কারেন্সির অনুপাত। যেমন, EUR/USD এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে কত ডলার পাওয়া যাবে। শেয়ার মার্কেটে কি আমরা একটি কোম্পানির শেয়ারের সাথে অন্য কোম্পানির শেয়ারের বিনিময় (Exchange) করে থাকি? যেমন ১ টা Reliance Company শেয়ার দিয়ে TATA Company-এর কয়টা শেয়ার পাবো তা হিসাব করি কি? অবশ্যই না! আর তাই, আমাদের দেশের শেয়ার মার্কেটে অধিকাংশ শেয়ারের দাম পূরণ সংখ্যায়, তবে কিছু শেয়ারের দাম দশমিকে থাকতে পারে।


আর ফরেক্স মার্কেটে দশমিকের পর ৪ টা ঘর পর্যন্ত নেয়া হয়েছে কারন ফরেক্স মার্কেটে সাধারনত মুভমেন্ট দশমিকের পরে ৩ আর ৪ নাম্বার ঘরেই বেশি হয়। তাই এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। বর্তমানে অধিকাংশ ব্রোকার দশমিকের পরে ৫ যর পর্যন্ত দিচ্ছে, আরও SPECIFIC প্রাইস দেবার জন্য।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর, ২০১৯ , এই ৫ দিনে EUR/USD এর মূল্য:

EUR/USD

তারিখ - দিনের সর্বোচ্চ - দিনের সর্বনিম্ন

১ ডিসেম্বর, ২০১৯ - ১.১০২৮১ ১.০৯৮০৫
২ ডিসেম্বর, ২০১৯ - ১.১০০১৫ - ১.১০৮৯৮
৩ ডিসেম্বর, ২০১৯ - ১.১০৯০৪ - ১.১০৬৪৬
৪ ডিসেম্বর, ২০১৯ - ১.১০৯২৪ - ১.১০৬৪৮
 ডিসেম্বর, ২০১৯ - ১.১১১৫৫ - ১.১০৬৫৮

দেখতেই পাচ্ছেন যে মার্কেট যা মুভ করছে তা মূলত দশমিকের পরে ২য়, ৩য় ও ৪র্থ  এবং ৫ম ঘরে হয়েছে।

FBS

Recent Article
loading
Broker Section