loading

FOREX BASIC COURSE

পেনান্ট ও ফ্ল্যাগ প্যাটার্ন

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 06:29 pm

পেনান্ট ফ্ল্যাগ প্যাটার্ন (Flags and Pennants Patterns): পেনান্ট ও ফ্ল্যাগ চার্ট প্যাটার্নকে ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ ট্রেন্ড কন্টিনিউইয়েশন প্যার্টার্ন হিসাবে বিবেচনা করা হয়। মার্কেট কোন শক্তিশালী মুভমেন্টের পরে যখন প্রাইস লেভেল সাময়ীক বিরতিতে যায় তখন এই প্যার্টার্ন দেখতে পাওয়া যায়।

এই প্যাটার্ন খুব সহজেই বোঝা যায়। যখন কোন বড় Economic News রিলিজের পর মার্কেট যখন একটা বড় মুভমেন্ট নেয় এবং Resistance লেভেল থেকে সাময়ীক বিরতিতে যায় তখন এই প্যাটার্ন পাওয়া যায়, এই নিউজগুলোর মধ্যে রয়েছে NFP, Interest Rate, FOMC ইত্যাদি।

ফ্ল্যাগ প্যাটার্ন (Flags Patterns): এটি একটি বিশেষ ধরনের চার্ট প্যাটার্ন যেটা দেখতে অনেকটা পতাকার মত। সাধারণত মার্কেটে যখন কোন শক্তিশালী মুভমেন্টের হয় এবং প্রাইস লেভেল সাময়ীক বিরতিতে যায়  তখন এই ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ফ্ল্যাগ প্যাটার্ন ২টা সমান্তরাল লাইন দিয়ে গঠিত হয় যা সাপোর্ট ও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে।

উল্লেখ্য যে ফ্ল্যাগ প্যাটার্ন বুলিশ এবং বেয়ারিশ দুই ধরনের মার্কেটেই দেখতে পাওয়া যায়।  যদি মার্কেট আপট্রেন্ডে থাকে তাহলে একটা নিম্নগামী ফ্ল্যাগ লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করে থাকে যেটা বুলিশ সিগনাল দিয়ে থাকে। আর যদি মার্কেট ডাউনট্রেন্ডে থাকে তাহলে উদ্ধগামী ফ্ল্যাগ হাইয়ার লো এবং হাইয়ার হাই তৈরি করে , সেটা বিয়ারিশ সংকেত দিয়ে থাকে। বিষয়টি মনে রাখতে হবে, নিন্মগামী মার্কেটে উদ্ধগামী ফ্ল্যাগ এবং উদ্ধগামী মার্কেটে নিন্মগামী ফ্ল্যাগ থাকবে।নিচের চার্টটি দেখুনঃ

ফ্ল্যাগ প্যাটার্নে টার্গেট নির্ধারন করা: আমরা জানি ফ্ল্যাগ প্যাটার্ন হলো একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড কন্টিনিউইয়েশন প্যটার্ন যা মার্কেটে বর্তমান ট্রেন্ডের আরও বিস্তার নির্দেশ করে।

উপরের চিত্রটি লক্ষ করুন, যেখানে বুলিশ ট্রেন্ডে ফ্ল্যাগ প্যাটার্ন দেখান হয়েছে। ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হবার আগে যে ট্রেন্ডের সূত্রপাত হয় সেটাকে FLAG POST বলা হয়ে থাকে, আপনাকে এই FLAG POST এর দুরত্ব বা Distance (PIPS) কে আগে পরিমাপ করতে হবে এবং পরের টার্গেট হবে Flag এর আপার লেভেল (Uper Level) থেকে ফ্লাগ পোস্ট(Flag Post) এর সমান দুরুত্ব পর্যন্ত। নিচে ২ টি চিত্রের মাধ্যমে বুলিশ এবং বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখান হলো।

পেনান্ট প্যাটার্ন (Pennants Patterns): পেনান্ট প্যাটার্ন দেখতে অনেকটা ত্রিভুজের মত এবং এটিকে একটি গুরুত্বপূর্ণ কন্টিনিউইয়েশন প্যাটার্ন হিসেবে গণ্য করা হয়। আপট্রেন্ড অথবা ডাউনট্রেন্ড এই দুই ধরনের মার্কেটেই পেনান্ট প্যাটার্ন দেখতে পাওয়া যায়। মার্কেটে মেজর নিউজ রিলিজে শক্তিলালী মুভ করার পরে  মার্কেট দম নেওয়ার জন্য ছোট একটা বিরতি নেয় যেখানে সেই সময়ে চার্টে আমরা ছোট একটা ত্রিভুজ আকৃতির প্রাইস প্যাটার্ন দেখতে পারি যাকে আমরা পেনান্ট বলে থাকি।

যখন প্রাইস পেনান্ট তৈরি করতে থাকে তখন বুল এবং বিয়াররা পরবর্তীতে প্রাইস কোন দিকে নিবে সেটা নির্ধারণ করতে থাকে। যখন প্রাইস পেনান্ট ব্রেক করে তখন প্রাইস সাধারনত ট্রেন্ডের দিকে মুভ করে থাকে।

উপরে চিত্রে লক্ষ করলে দেখা যাবে প্রাইস একটা রেঞ্জের মধ্যে সংকুচিত হতে হতে একটা ত্রিভুজ প্যাটার্ন তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে বুলিশ পেনান্ট। যখন পর্যাপ্ত পরিমানে বুল অথবা বিয়ার বা Supply & Demand এর আক্রমন শুরু করে তখন পেনান্ট ব্রেক করে আর প্রাইস ট্রেন্ডের দিকে যেতে থাকে।

 

Recent Article
loading
Broker Section