loading

FOREX BASIC COURSE

লন্ডন সেশন (London Session)

  • 5.0 (2 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:21 am

লন্ডন সেশন:

লন্ডন হলো ইউরোপের প্রানকেন্দ্র। লন্ডনকে অনেকে ফরেক্সের রাজধানীও বলে থাকে কারন এখানে প্রতি মূহুর্তে লক্ষ লক্ষ লেনদেন সংগঠিত হয়ে থাকে। ইউরোপের অনেক বানিজ্যিক কেন্দ্র থাকা সত্ত্বেও লন্ডনের দিকে সবার নজর থাকবেই কারন অবস্থানগত দিক দিয়ে লন্ডন সর্বদাই বানিজ্য কেন্দ্র হিসেবে পরিগনিত হয়ে থাকে।

ঠিক যখন এশিয়ান মার্কেট বন্ধের জন্য প্রস্তুত হতে থাকে, তখন ইউরোপিয়ান মার্কেট দিন শুরু করে। উল্লেখ্য যে শতকরা প্রায় ৩০ ভাগ ফরেক্স লেনদেন এই সেশনে সম্পন্ন হয়। 

লন্ডন সেশনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:

  • ইউরোপের প্রানকেন্দ্র হওয়ার দরুন এই সেশনে ফরেক্স মার্কেট মুভমেন্ট সবচেয়ে বেশি হয়ে থাকে।
  • বেশিরভাগ ট্রেডাররা এই সেশনের জন্য অপেক্ষা করে থাকে এবং মার্কেটের অধিকাংশ ট্রেড Opportunity এই সেশনে পাওয়া যায়।
  • এই লন্ডন সেশনে অন্য দুটি মেজর ট্রেডিং সেশন ক্রস করে থাকে এবং লেনদেনের পরিমান অনেক বেড়ে যায় তাই এই সেশনে মার্কেটে Liquidity-র পরিমানও অনেক বেশি হয়ে থাকে।
  • বেশিরভাগ সময় দেখা যায় Market Trend এই সময়ে হয় এবং তা New York Session শুরু হওয়া পর্যন্ত চলতে থাকে।
  • London Session এর শেষ সময় Market Trend অনেকটা বিপরীতে গিয়ে থাকে তার কারন হচ্ছে European ট্রেডাররা তাদের পজিশন ছেড়ে দিতে থাকেন।
  • London Session হচ্ছে Major Currency পেয়ারগুলো ট্রেড করার জন্য একটি আদর্শ সময় যেমন: EURUSD, GBPUSD, USDJPY, NZDUSD, AUDUSD ইত্যাদি।
  • অধিক পরিমান Liquidity থাকার করনে এই সেশনে মেজর কারেন্সিগুলোর স্প্রেড তুলনামূলকভাবে অনেক কম থাকে।
  • Cross Currency এর মধ্যে EUR/JPY, GBPJPY পেয়ারে ট্রেড করা যেতে পারে এবং এই পেয়ারগুলোতে মুভমেন্ট তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।

নিচে চার্টে এই সেশনের পেয়ারগুলোর Average মুভমেন্ট দেওয়া হল:

Recent Article
loading
Broker Section