loading

FOREX BASIC COURSE

ফেকআউট ট্রেডিং (Fakeout Trading)

  • 5.0 (7 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 10:09 pm

ফেকআউট ট্রেডিং (Fake out Trading)
আমরা জানি, ব্রেকআউট ট্রেডিং একটি কার্যকরি এবং জনপ্রিয় ট্রেডিং কৌশল। ব্রেকআউট ট্রেডাররা স্বভাবগতভাবে একটু বেশি সতর্ক হয়ে থাকে কারন তারা জানে সব ব্রেকআউট বাস্তবায়িত হয় না কিছু কিছু ব্রেকআউট মিথ্যাও হয়ে থাকে যেটাকে ট্রেডিংয়ের ভাষায় বলা হয় FAKE BREAKOUT। বুঝতে না পারলে এই ফেক ব্রেকআউট অনেক বড় ধরনের লসের কারণ হতে পারে।

যারা দক্ষ ট্রেডার তারাই বুঝতে পারে দৃশ্যের পিছনের পেক্ষাপট (Behind the Sense) এবং দ্রততার সাথে সিদ্ধান্ত নিয়ে মার্কেট থেকে পর্যাপ্ত প্রফিট নিতে পারে। যদি জানা থাকে, কিভাবে ট্রেড করতে হবে তাহলে False Breakout হতে পারে অনেক প্রফিটেবল ট্রেড সেটআপ। আমরা এই সেকশনে আমরা False Breakout or Fake Breakout বিস্তারিত আলোচনা করব।

ফেকআউট বলতে আমরা কি বুঝি ( What is False Breakout):

যখন চার্টে প্রাইস একটি সুনির্দিষ্ট লেভেল ভেঙে ফেলে এবং কিছু দূর অগ্রসর হবার পর হঠাৎ দিক পবির্তন করে তখন আমরা এই ঘটনাকে ট্রেডিংয়ের ভাষায় বলব False Breakout। প্রাথমিক ব্রেকআউটের পর অনেক ট্রেডার ব্রেকআউটের দিকে ট্রেড দিয়ে থাকে এবং বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে পড়ে। এই ধরনের ভুল নতুন ট্রেডারদের কিছুটা হলেও বেশি হয়ে থাকে। নিচে আমার কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব:

উপরের চার্টে লাল মার্ক করা সার্কেলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে কিন্তু পরের ক্যান্ডেলে আবার দিক পরিবর্তন করেছে।

ফেকআউট ট্রেড সেটআপের গুরুত্ব (Importance of Fake Out Trade Setup): কয়েকবার ভুল ট্রেড করার পর ট্রেডাররা বুঝতে পারে যে ফেক ব্রেকআউটও হতে পারে একটা হাই প্রোফিটেবল ট্রেড সেটআপ। যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে মার্কেট ফেকআউট না ব্রেকআউট নিয়েছে তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে মার্কেট থেকে খুব ভালো একটা প্রফিট বেক করা যেতে পারে।

অনেক ট্রেডার আছেন যারে তাদের সামগ্রিক ট্রেডিং স্ট্রাটেজিকে এই ধরনের ট্রেড সেটআপের মাধ্যমে সাজিয়ে থাকে। তবে এই শ্রেণির ট্রেডারদের অভিজ্ঞতা এবং মার্কেট সম্পর্কে ধারনা অনেক বেশি হয়ে থাকে। তারা মার্কেটের গতিবিধি খুর দ্রুতার সাথে আয়ত্তে আনত পারে। চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্স, প্যাটার্ন, ইকোনমিক ইভেন্টগুলো খুব ভালোভাবে বুঝতে এবং প্রয়োগ করতে পারলেই ট্রেডিংয়ের এই ধরনের স্ট্রাটেজি দিয়ে খুব ভালো কিছু করা সম্ভব।

কিভাবে ফেক ব্রেকআউট বুঝতে পারা যাবে (How to identify Fake Breakout): ফেক ব্রেকআউট বুঝতে পারা ট্রেডারদের কাছে অনেক বড় একটা Challenge। যদি সঠিকভাবে ফেকব্রেকআউট বোঝা যায় তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে মার্কেট থেকে খুব ভালো প্রফিট করা সম্ভব। বিষয়টি অনেক Confusing মনে হতে পারে কারন ফেক ব্রেকআউট বোঝার জন্য কোন সুনির্দিষ্ট বা কার্যকরী পন্থা নেই বলেলেই চলে। তবে অভিজ্ঞ ট্রেডাররা মনে করেন ফেকআউট বোঝার ক্ষেত্রে VOLUME ইন্ডিকেটর অনেক কার্যকরী হতে পারে। মার্কেটে Supply এবং Demand-এর প্রভাবে অনেক সময় ফেক ব্রেকআউট তৈরি হয় যার কোন পূর্বভাস থাকে না। তবে অভিজ্ঞ ট্রেডাররা যখন ট্রেডিং Volume ইন্ডিকেটরের দিকে চোখ বুলায় তখন ঠিকই বুঝতে পারে ফেক ব্রেকআউট সম্পর্কে। মনে রাখতে হবে মার্কেটে সঠিক ব্রেকআউট তখনই হবে যখন Trading Volume অনেক বেশি থকবে। আবার যদি ব্রেকআউটের সময় Trading Volume কম থাকে তাহলে ফেক ব্রেকআউটের জন্য প্রস্তুত থাকতে হবে।

উপরের চিত্রে দেখা যাচ্ছে ব্রেকআউট পয়েন্টে ট্রেডিং ভোলউম ক্রোমবর্ধমান ছিল যার প্রভাবে মার্কেটে আপট্রেন্ডে থেকে ব্রেকআউট নিয়েছে। একটু লক্ষ করলে দেখা যাবে ট্রেডিং ভোউলম ক্রোমবর্ধমান ছিল যা মার্কেটে হাই Liquidity নির্দেশ করছে।

Recent Article
loading
Broker Section