loading

FOREX BASIC COURSE

ওভারল্যাপ সেশনে (Overlap Trading Session)

  • 4.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:37 am

সেশন ওভারল্যাপ

যখন ২টি ট্রেডিং সেশন একই সময় ওপেন থাকে তখন তাকে আমরা বলব ওভারল্যাপ সেশন। এই সময়ে মার্কেটে অধিক পরিমান লেনদেন সংগঠিত হতে থাকে যেকারনে লিকুইডিটি অনেক বেশি থাকে। 

টোকিও লন্ডন ওভারল্যাপ (Tokyo London Overlap)

টোকিও লন্ডন ওভারল্যাপ সেশনে মার্কেটে Liquidity ( তারল্য) তুলনামূলকভাবে কম থাকে এবং শেষের দিকে সাধারনত তেমন মুভমেন্ট থাকে না আর লন্ডন সেশন মাএ শুরু হয় তাই তারল্য অনেক কমে যায়। এই সময়ে আপনি লন্ডন ও নিউইয়র্ক সেশনে ট্রেড করার জন্য প্রস্তুতি নিতে পারেন।

লন্ডন নিউইয়র্ক ওভারল্যাপ (London-New York Overlap)

পৃথিবীর সবচেয়ে  বড় ২টি বড় Trade Center একএে সম্মিলিত হয় এই ওভারল্যাপিং সেশনে। মার্কেটে লেনদেনের পরিমান বাড়তে থাকে ট্রেডারাও এই ট্রেডিংয়ে ব্যস্ত সময় পার করে। এই সময়ে ইউএস, কানাডা এবং ইউরোপীয়ান Economic Data গুলো প্রকাশিত হয় তাই মার্কেটে বড় মুভমেন্ট দেখা যেতে পারে।

 

ইউরোপীয়ান সেশনে  ট্রেন্ডের সূত্রপাত হয় এবং এই ওভারল্যপিং সেশনে তা পরিপূর্ণ বিস্তার লাভ করে কারন  ইউএস সেশনের ট্রেডাররা মার্কেটে প্রবেশ করে । আপনি এটাও লক্ষ্য করবেন যে এই সেশনের শেষের দিকে ইউরোপীয়ান ট্রেডাররা তাদেও ট্রেড বন্ধ করে দেয় যা মার্কেটে শিথিলতা আনতে পারে।

Recent Article
loading
Broker Section