loading

FOREX BASIC COURSE

মার্জিন ট্রেডিং (Margin Trading)

  • 4.0 (7 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 19th, 2019 07:21 pm

আচ্ছা আমরা কি কোন দোকানে গিয়ে বলি, দোকানদার ভাই আমাকে এক পিস চাল দেন? না আমরা বলি আমাকে এক কেজি চাল দেন?

কোনটা সঠিক?

যখন আপনি দোকানে যান আর যদি চিপস কিনতে চান তাহলে আপনাকে ১ প্যাকেট কিনতে হবে। আপনি খুচরা ১ পিছ পিছ করে কিনতে পারবেন না। অনুরুপভাবে, ফরেক্সে, এটা বোকামীর কাজ হবে, যদি ১ ইউরো সেল (বিক্রয়) অথবা বাই (ক্রয়) করেন। তাই ফরেক্সে লট হিসেবে বাই-সেল করা হয়ে থাকে। যেমন ১,০০০ ইউনিট মুদ্রা (মাইক্রো), ১০,০০০ ইউনিট (মিনি) অথবা ১০০,০০০ ইউনিট (স্ট্যান্ডার্ড) লটে ট্রেড করা হয়ে থাকে।

আগের দিনগুলোতে আমরা দেখেছি, ফরেক্স মার্কেটে ট্রেড করলে অনেক মূলধনের প্রয়োজন হত যা জোগাড় করা আমাদের অধিকাংশের সাধ্যের বাইরে ছিল। ভাবছেন তাহলে কিভাবে ট্রেড করবেন?

ফরেক্স মার্কেটে সবাইকে সুযোগ করে দেবার জন্য এবং সব শ্রেনীর মানুষের অংশগ্রহন নিশ্চিত করার জন্য ফরেক্সে মার্জিন ব্যাবস্থার প্রচলন করা হয় যা আপনার ট্রেডিংয়ের অধীক মূলধনের প্রয়োজনীয়তা অনেককাংশে হ্রাস করে দিবে। 

মার্জিন ট্রেডিং বলতে সাধারণত মুলধন ধার করাকে বুঝায়। মার্জিনের সুবিধার কারনে আপনি মাত্র $১০০ দিয়েই  $১,০০০ বা $১০০,০০০ সমপরিমানের ট্রেড পরিচালনা করতে পারবেন। এটা কিভাবে সম্ভব?

মনোযোগ সহকারে দেখুন কারন এটা খুবই গূরুত্বপুর্ন এবং ঝুঁকিপূর্ণ বিষয়।



(১) আপনি চিন্তা করছেন যে, ব্রিট্রিশ পাউন্ড US ডলারের বিপরীতে বৃদ্ধি পাবে। ধরুন GBP/USD এর মূল্য ১.৩০০০

(২) আপনি ১ মিনি লট (মানে ১০,০০০ GBP) কিনবেন। তাহলে আপনার $১৩,০০০ লাগবে।

যদি আপনার ট্রেড ওপেন করতে ১% মার্জিন এর প্রয়োজন হয়, তাহলে আপনার লাগছে $১৩,০০০ X ১% = $১৩০।

(৩) ধরুন আপনার ভবিষ্যৎ বানী সত্য হল আর আপনি এখন লাভ নিবেন। ধরুন আপনি আপনার ট্রেডটা ১.৩১০০ তে ক্লোজ করলেন।

 

এখানে আপনি কি কি করলেন?

GBP

USD

প্রথমে ১০,০০০ পাউন্ড কিনলেন ১.৩০০০ এক্সচেঞ্জ রেটে

+১০,০০০

-১৩,০০০

প্রাইস ১.৩১০০ তে গেলে আপনি ট্রেড ক্লোজ করলেন।

-১০,০০০

+১৩,১০০

আপনার লাভ

১০০



আপনি ট্রেড ক্লোজ করার পর যে পরিমান অর্থ আপনার মার্জিনে আটকে ছিল লাভ-লোকসান গননা করার পর আপনার একাউন্টে তা আপনি দেখতে পাবেন। উপরের উদাহরনের ক্ষেএে $১০০ আপনার একাউন্টে যোগ হবে।

Recent Article
loading
Broker Section