loading

FOREX BASIC COURSE

সপ্তাহের কোন সময়টি ট্রেডের জন্য উপযুক্ত

  • 4.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 04:41 am

সপ্তাহের কোন সময়টি ট্রেডের জন্য উপযুক্ত:

প্রফেশনাল ট্রেডাররা সপ্তাহ ৫ দিনই ট্রেড করে না বরং অনেকে সপ্তাহে মাত্র ৩ দিন ট্রেড করে। আমরা জানি যে লন্ডন সেশন অন্যান্য সেশন থেকে ব্যস্ততম সময় কিন্তু সপ্তাহে কিছু কিছু দিন আছে মার্কেট একটু বেশি মুভ করে। নিচে সপ্তাহের গড় মুভমেন্টগুলো তুলে ধরা হল:

উপরের টেবিল থেকে দেখতে পারেন যে, সপ্তাহের মাঝের দিনগুলো (Tuesday, Wednesday, Thursday) ছিল ট্রেড করার জন্য উত্তম সময়। শুক্রবারে মার্কেটে অপ্রত্যাশিত অথবা অল্প মুভমেন্ট থাকতে পারে। এই ব্যস্ততম সময়ে সর্বোত্তম সময় ট্রেডের জন্য, কারন এই সময় সাফল্যের হার বাড়িয়ে দিতে পারে। 

সময়ের সঠিক ব্যবহার করুন:

শুধু সারাদিন ট্রেড করলেই প্রফিট করা যায় না বরং লস হবার সম্বাবনা বেশি থাকে, সুতরাং জানতে হবে কখন মার্কেটে Enter করা উচিত এবং কখন সময় Exit করতে হবে। সকল ট্রেডারেরই উচিত এই বিষয়গুলোকে সঠিকভাবে জানা এবং এগুলোকে খুন Discipline ভাবে মেনে চলা ।  অনেক সময় মার্কেট ফেক মুভমেন্ট করে এবং এগুলো সাধারনত সেই সময়গুলোতে হয়ে থাকে যখন ট্রেড করার জন্য উপযুক্ত ছিল না।

আপনাকে আপনার ট্রেডের জন্য একটা উপযোগী সময় বের করতে হবে। নিচের থেকে কিছু ধারনা নিতে পারেন যে কখন ট্রেড করা আপনার জন্য সর্বোওম।

ট্রেড করার জন্য সর্বোওম সময়:

  • যখন দুটি সেশন ওভারল্যাপিং হয়। এই সময়ে মার্কেট কিছুটা ভোলাটাইল থাকবে কারন মেজর Economic Data এই সময়ে রিলিজ হবে।
  • ইউরোপিয়ান সেশন ট্রেড করা সবচেয়ে উত্তম। আপনি Breakout ট্রেডিং স্ট্রাটেজি ফলো করে খুব ভালো ট্রেড করতে পারবেন এই সময়ে।
  • সপ্তাহে তিনদিন ট্রেড করার জন্য যথেষ্ট। Tuesday, Wednesday, Thursday মার্কেট মুভমেন্ট বেশি থাকবে এবং আশানুরুপ ফল পাওয়া যাবে।


যখন ট্রেড থেকে দূরে থাকা উচিত:

  • রবিবার, প্রত্যেকে ঘুমায় অথবা সাপ্তাহিক ছুটি উপভোগ করে। তাই মার্কেট থাকবে Confusing।
  • শুক্রবার US সেশনের শেষের দিকে তারল্য কমে যায়।
  • অর্ধদিবস, প্রত্যেকে তখন আরাম করে এবং মার্কেটে তারল্য সংকট দেখা দেয়।
  • মেজর সংবাদ প্রকাশনার সময় - প্রাইস উপর-নিচ ২ দিকেই যেতে পারে যেটাকে SPIKE বলা হয়ে থাকে। এই সময়ে ট্রেডি লসের সম্ভাবনা বেশি থাকে।
  • যদি সন্তোষজনক সময় না খুজে পান, তাহলে আপনি swing (সুইং) or position trader (পজিশন ট্রেডার) হওয়ার কথা চিন্তা করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ২৪ ঘন্টা মার্কেট পর্যবেক্ষন করার প্রয়োজনীতা একেবারেই নেই।

 

Recent Article
loading
Broker Section