loading

FOREX BASIC COURSE

চার্ট প্যাটার্ন এনালাইসিস

  • 5.0 (5 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 05:22 pm

চার্ট প্যাটার্ন এনালাইসিস:

এই পরিচ্ছেদে আপনি ফরেক্স মার্কেটের বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন ও এর এনালাইসিস সম্পর্কে জানতে পারবেন। ফরেক্স মার্কেটে যত রকম এনালাইসিস রয়েছে তার মধ্যে চার্ট প্যাটার্ন এনালাইসিস অনেক গুরুত্ব বহন করে থাকে বিশেষকরে প্রাইস একশন ট্রেডিংয়ের ক্ষেত্রে চার্ট প্যাটার্ন এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা চার্ট প্যাটার্নই মার্কেটের নির্দিষ্ট গতিবিধি বুঝতে সাহায্য করে থাকে। 


মার্কেট ব্রেকআউটের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, ট্রেন্ড পরিবর্তন করছে কি না, নতুন ট্রেড নেওয়া উচিত হবে কি না্ এগুলো বুঝতে চার্ট ফরমেশন আমাদের অনেক সাহায্য করে থাকে। ট্রেন্ড বিস্তার করবে নাকি রিভার্স করবে সেই সম্পর্কেও চার্ট প্যাটার্ন আমাদেরকে সংকেত দিয়ে থাকে। এইসব প্যাটার্ন দেখে আমরা মার্কেটের অবস্থা বুঝে নিজেদের ট্রেডিং স্ট্রাটেজি সাজাতে পারি।

এই পরিচ্ছেদে আমরা যেসব চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব তা হলোঃ

  • ডাবল টপ এবং ডাবল বটম (Double Top and Double Bottom)
  • হেড এন্ড শোল্ডার এবং ইনভার্স হেড এন্ড শোল্ডার ( Head and Shoulders and Inverse Head and Shoulders pattern)
  • রাইসিং এবং ফলিং ওয়েজ ( Rising and Falling Wedges)
  • বুলিশ এবং বিয়ারিশ রেক্টেঙ্গেল (Bullish and Bearish Rectangles)
  • বুলিশ এবং বিয়ারিশ পেনান্টস( Bearish and Bullish Pennants)
  • ট্রাইএঙ্গেলস (সিমেট্রিক্যাল, উদ্ধগামি, আধগামি) (Symmetrical, Ascending and Decending pattern)

Recent Article
loading
Broker Section