loading

FOREX BASIC COURSE

প্রফেশনাল ট্রেডারের ট্রেডিং সিস্টেম

  • 5.0 (4 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 04:31 am

প্রফেশনাল ট্রেডার:

প্রফেশনাল ট্রেডার বিষয়টা বলতে অনেক সহজ মনে হলেও বাস্তবে বিষয়টা এতটা সহজ নয়। আমরা অনেকে কথায় কথায় বলে থাকি, আমি একজন প্রফেশনাল ট্রেডার। অনেকে আবার মনে করতে পারেন যে প্রফেশন হিসাবে ট্রেড করাকে প্রফেশনাল ট্রেডার বলা হয়ে থাকে। আসলে বিষয়টি আংশিক সত্য হলেও প্রফেশনাল ট্রেডার বলতে অন্য কিছুকে বোঝান হয়েছে। ফরেক্স মার্কেটের যেকোনো স্বাভাবিক বা অস্বাভাবিক পরিবর্তনকে  নিজের জ্ঞান, বিশ্লেষণ ও তথ্য কাজে লাগিয়ে নিজেদের পক্ষে টেনে আনাকে এবং তা হতে লাভ বের করে আনাই হল প্রফেশনাল ট্রেডারের কাজ । একজন পেশাদার ফরেক্স ট্রেডার বাজারের মূল্য পরিবর্তন এর রেখাচিত্র (Price Chart) ব্যবহার করে বাজার বিশ্লেষণ ও কেনাবেচা করে থাকে।

কিছুদিন ট্রেড করার পর অনেকে নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসাবে দাবি করে থাকে বাস্তবে তারা জানেও না যে প্রফেশনাল TERMS কতটা বিশাল হতে পারে। উল্লেখ্য যে  প্রফেশনাল ট্রেডাররা লাভজনক ট্রেডারও বটে। লাভজনক ব্যবসা চালাতে গেলে আমাদের যে শুধু লাভজনক ট্রেড করার কথা চিন্তা করতে হবে তা না, অবশ্যম্ভাবীভাবে যেসব ট্রেডে লোকসান হতে পারে তার ক্ষতির পরিমাণও কমাতে হবে যেন তা আমাদের লাভের টাকা খেয়ে না ফেলে । আমাদের সবসময় ক্ষতি ও ঝুঁকির কথা মাথায় রাখতে হবে এবং প্রতি ট্রেডে যে পরিমাণ অর্থ ঝুঁকির মধ্যে পড়েছে তা হারানোর জন্য এবং তার পরিমাণ কমানোর জন্য তৈরি থাকতে হবে ।

প্রফেশনাল ট্রেডাররা Technical এবং Fundamental Analysis সাথে কম্বিনেশন করে ট্রেড করে থাকে। প্রফেশনালরা জানেন যে, রেখাচিত্র বা Price Chart  বোঝাটা একটা বিশেষ কলা বা দক্ষতা । তারা কখনই  Automatic system বা রোবট ট্রেডিংযে বিশ্বাস করেন না। কারণ ফরেক্সের প্রতিটি পরিবর্তন ও ঘটনাই অনন্য এবং আগের থেকে আলাদা । ফলে আপনাকে ফরেক্সের জন্য এমন সক্রিয় ও যে কোন পরিস্থিতিতে মানানসই হওয়ার মতো কৌশল ও পরিকল্পনা প্রয়োগ করতে হবে যার সাফল্যর সম্ভাবনা সর্বাধিক ।

পেশাদারদের জন্য অনেক কৌশল ও ব্যবস্থা আছে য়া তারা ব্যবহার করেন কিন্তু তারা আসলে কোন জটিল প্রক্রিয়ার মধ্যে জেতে চাননা । তারা সাধারণত বাজারের মূল্য পরিবর্তনের তথ্য ও উপাত্ত ব্যবহার করে তাদের বিশ্লেষণ ও অনুমান করে ট্রেড করে থাকেন। ভালভাবে বোঝার জন্য আমরা ফরেক্স এ ব্যবহৃত কিছু কৌশল ও উপায় সম্পর্কে জানব ।

Discretionary Trading: বেশিরভাগ দক্ষ  প্রফেশনাল ট্রেডাররা  এই ট্রেডিং সিস্টেমে বেশি বিশ্বাস করে থাকেন। কারণ সর্বদা পরিবর্তনশীল এই অতিসক্রিয় বাজারে সবচেয়ে ভাল ফলাফল নিজের মনের কথা শুনলেই পাওয়া যায়। Discretionary Trading মূলত ট্রেডারদের বাজার বিশ্লেষণের দক্ষতা এবং ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভরশীল ট্রেডগুলোকে বুঝায় । এটি অনেক কার্যকর, সক্রিয় ও যেকোনো পরিস্থিতিতে মানানসই কৌশল তবে এই দক্ষতার জন্য অনেক সময় এবং অনুশীলনের প্রয়োজন । কারণ সর্বদা পরিবর্তনশীল এই অতিসক্রিয় বাজারে সবচেয়ে ভাল ফলাফল নিজের মনের কথা শুনলেই পাওয়া যায় ।

স্বয়ংক্রিয় ট্রেডিং বা Automated / Robot Trading: বর্তমানের সফটওয়্যার ভিত্তিক ফরেক্স ট্রেডিং এ কিছু মৌলিক নিয়মকে কম্পিউটার সংকেতে পরিণত করা হয় যেন কম্পিউটার তা বুঝতে ও ব্যবহার করতে পারে । এদেরকে Forex Trading Robot/EA বলা হয় । কম্পিউটার সফটওয়্যার দিয়ে ঐ ফরেক্স বাজারের তথ্য নেয় এবং যেখানে দরকার সেই সংকেতগুলো প্রয়োগ করে যার ফলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন করা হয় ।

মৌলিক ট্রেড (Fundamental Trading):  বিভিন্ন খবর ও তথ্যের উপর ভিত্তি করে বিশ্লেষণ ও অনুমান করে যখন ট্রেড করা হয় তখন তাকে মৌলিক বা Fundamental ট্রেড বলে । এটা ঠিক যে, এসব খবরের ফলে বাজার এর পরিবর্তন ধরা পড়ে, তবে বেশীরভাগ সময় বাজার পরিবর্তন খবরের তুলনায় ভিন্ন আচরণ করে । এর প্রধান কারণ লোকেরা যে কোন নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে মুদ্রা কিনে থাকে এবং খবরের ঘটনা ঘটার পর তা বিক্রি করে দেয় । দক্ষ পেশাদারেরা বেশী নির্ভরশীল Fundamental Analysis এর থেকে Technical Analysis এর উপর এবং বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে যৌথভাবে ব্যবহার করা হয় ।

কৌশলগত ট্রেড (Technical Trading): কৌশলগত বা Technical ট্রেডিংয়ে ট্রেডাররা ফরেক্স চার্ট বিশ্লেষণ মাধ্যমে নির্দিষ্ট ট্রেডের সিধান্ত নিয়ে থাকে। এখানে বাজারদরের বিন্যাস, রীতি এবং বিভিন্ন প্রতীক/ইশারা ব্যবহার করা হয় যেগুলোকে MT4 এর ভাষায় indicator, EA, script, or বিভিন্ন টুলস বলা হয়ে থাকে।

দৈনিক ট্রেড (Day Trade): যখন ট্রেডাররা কোন ফরেক্সের কেনাবেচা কার্যদিবসের মধ্যেই করে ফেলে তখন তা Day Trade । তার মানে তারা একদিনের মধ্যেই অনেক ছোট ছোট কেনাবেচা করে নেয় ।

Swing / Position Trade: এই কৌশলে ছোট থেকে মধ্যম আকারের ট্রেড করা হয় যা কয়েক ঘণ্টা হতে কিছু দিনের জন্যও হতে পারে । এখানে ফরেক্স মার্কেটের দৈনিক গতিবিধির উপর ভিত্তি করে ট্রেড করা হয় এবং মাসে ৫-১০ টার মত ট্রেড করা যেতে পারে ।

SCALPING SYSTEM: খুবই ছোট ছোট আকারের, খুবই কম সময়ের জন্য এবং অনেক বেশী সংখ্যায় ট্রেড করাকে Scalping বলে । এটি এমন এক পদ্ধতি যেখানে আপনি একদিনেই বহুবার ট্রেড করবেন অল্প অল্প কিছু পিপ এর জন্য যেন সব মিলিয়ে যথেষ্ট মুনাফা সংগৃহীত হয় । তবে এই ট্রেডিং সিস্টেমে যথেষ্ট ঝুকিও বিধ্যমান যেখানে ২ ডলার প্রফিটের জন্য অনেক সময় ২০০ ডলারের ঝুকি নেওয়া লাগতে পারে। তাই সবার জন্য এই ট্রেডিং সিস্টেম উপোযগী নয়।

Range Trading: মার্কেটে প্রাইস লেভেল যখন একটি নির্দষ্ট এরিয়ার মধ্যে উঠানামা করতে থাকে এবং এই সুযোগ কাজে লাগিয়ে ট্রেডাররা Short টার্ম ট্রেড করে প্রফিট করে থাকে তখন তাকে Range Trading বলা হয়ে থাকে ।

Trend Trade: এই ট্রেডিং সিস্টেমে ট্রেডাররা মার্কেটে একটি নির্দিষ্ট এবং শক্তিশালী ট্রেন্ডের জন্য অপেক্ষা করে থাকে এবং সেই ট্রেন্ড ধরে যেসব উচ্চ-সম্ভাবনাময় বড় পরিবর্তনগুলো হয় সে অনুযায়ী ট্রেড করে মুনাফা অর্জন করে থাকে ।উদ্ধগামী ট্রেন্ড (Uptrend) হলো, যখন উঠতে বা নামতে থাকা উভয় রেখা উপরে উঠতে দেখা যায় । নিম্নগামী-ট্রেন্ড (Down trend) হলো যখন উঠতে বা নামতে থাকা উভয় রেখা নিচে নামতে দেখা যায় । এই ধারা-প্রবণতার বাজারে ট্রেডারদের সবচেয়ে ভাল সুযোগ থাকে অনেক বেশী মুনাফা অর্জনের থাকে । তবে যারা ভুল করে এবং সবচেয়ে উপরের ও নিচের দর খুঁজে বেড়ায় তারা বেশিরভাগ সময় বড় ক্ষতির সম্মুখীন হয় । তাই, বেশীরভাগ পেশাদারেরা ধারা-প্রবণতার ট্রেডই করে থাকে ।

Counter-Trend Trade: ট্রেন্ডের বিপরীতে যখন ট্রেড করা হয় তখন তাকে Counter Trend Trade বলা হয়ে থাকে। এই ট্রেডিং স্ট্রাটেজিতে ঝুকির পরিমান অনেক বেশি থাকে এবং মার্কেট সম্পর্কে সঠিক ধারনা এবং ট্রেন্ড এর গতিবিধী না বুঝতে পারলে এই ট্রেড খুবই বিপদজনক হতে পারে। লংটার্ম দৃষ্টিকোন থেকে এই ট্রেডিংয়ে অধিকাংশ সময়ে লস হয়ে থাকে। অনেকে আবার এই ধরনের ট্রেডিং স্ট্রাটেজিকে EA তে কনভার্ট করে ট্রেড করে থাকে।

Carry Trade: Carry Trade হলো নিম্ন লাভজনক মুদ্রা দ্বারা উচ্চ লাভজনক মুদ্রা কিনে তা অনেকদিন পর্যন্ত ধরে রাখা । এতে ব্রোকারের কাছ থেকে প্রতিদিন তাদের মুনাফা বৃদ্ধির পার্থক্যের সমপরিমাণ অর্থ পাওয়া যায় । এখানে মূল প্যাঁচ হচ্ছে, উচ্চ-মুনাফার মুদ্রাগুলো বেশী কেনাবেচা হয় যখন বাজারে ঝুঁকির পরিমাণ কমে যায় । কারণ, এই মুদ্রাগুলো খুব বেশী ঝুঁকিপূর্ণ মূল্য পরিবর্তনের ক্ষেত্রে । তাই আপনি এসকল মুদ্রা কিনে অনেক উপরে Trailing Stop Loss দিতে পারেন যেন বাজার আপনার অনুকূলে গতিশীল হলে আপনি বিশাল মুনাফা করতে পারেন ।

পেশাদার বনাম নতুন ফরেক্স ট্রেডার :

পেশাদার ফরেক্স ট্রেডারদের কৌশল ও লক্ষ্য নতুন ট্রেডারদের অনেক সময় কঠিন, ভ্রান্ত বা আজব মনে হতে পারে । এই দুই ধরনের ট্রেডার দের মধ্যে অনেক বড় বড় পার্থক্য আছে যা ভাল ও দক্ষ ট্রেডার হওয়ার জন্য অবশ্যই জানতে ও উন্নতি করতে হবে ।

প্রফেশনাল ট্রেডার :

১. প্রফেশনাল ট্রেডারদের ট্রেড করার জন্য সঠিক এবং নির্দিষ্ট ট্রেডিং সিস্টেম বিদ্যমান।

২. পেশাদার ট্রেডারদের মানসিকতা্ও পেশাদারী হয়ে থাকে।

৩. সকল ট্রেডের জন্য ঝুঁকি ব্যবস্থাপনা করেন নিখুঁতভাবে ।

৪. ফরেক্স ট্রেডগুলোর জন্য একটি TRADE BOOK রয়েছে যা নিয়মিত ব্যবহার করেন ।

৫. কখনই আবেগের বশবর্তী হয়ে ট্রেড করবেন না।

৬. সঠিক সময়ে ট্রেডে Entry এবং সঠিক সময়ে EXIT করার পদ্ধতি তাদের খুব ভালোভাবেই আয়ত্বে আছে।

৭. লসের পরিমাণ হিসাব করে রাখেন এবং হিসাবের বাইরে লস হতে দেন না । 

৮. মার্কেটে নির্দিষ্ট সময়ে ট্রেড করেন এবং নির্দিষ্ট সময়ে Exit করেন।

৯. অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকেন।

নতুন ট্রেডার :

১. কোন কার্যকর কৌশল এবং লাভজনক ট্রেডিং স্ট্রাটেজি থাকে না।

২. কোন পরিকল্পনা-মাফিক কাজ করেন না ।

৩. ট্রেডের জন্য ঝুঁকি ব্যবস্থাপনা/নিয়ন্ত্রণ করতে পারেন না ।

৪. ফরেক্স ট্রেডগুলোর জন্য কোন নিবন্ধ ব্যবহার করেন না।

৫. আবেগের বশবর্তী হয়ে ট্রেড করে থাকেন ।

৬. মুনাফা বৃদ্ধির লোভে শেষে লোকসান করেন ।

৭. লসের পরিমাণ হিসাব করেন না এবং সামর্থ্যের বেশী লস করে ফেলেন ।

৮. অতিরিক্ত ট্রেড করেন ।

Recent Article
loading
Broker Section