loading

FOREX BASIC COURSE

রিট্রেন্সমেন্ট VS. রিভারসেল

  • 5.0 (5 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 09:58 pm

সচেতন ট্রেডাররা এই দুটি বিষয়ের উপর অনেক গুরুত্ব প্রদান করে থাকে। দেখতে এবং আচরন একই রকম হওয়ার করণে Retracement এবং Reversal সঠিকভাবে বুঝতে পারে একটু কঠিন বলে মনে হতে পারে এবং দক্ষ ট্রেডার হতে হলে এই দুটি বিষয়ের সঠিকভাবে জানার কোন বিকল্প নেই। রিট্রেন্সমেন্ট একটি প্রতিষ্ঠিত বা শক্তিশালী ট্রেন্ডের বিপরীতে হওয়া সাময়ীক একটি প্রাইস মুভমেন্ট (A Short Lived Price Movement)। রিট্রেন্সমেন্ট আপট্রেন্ডের ক্ষেত্রে সাধারণত হাইয়ার লো এবং ডাউনট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই হয়ে থাকে। রিট্রেন্সমেন্ট মার্কেটে প্রাইস দেখা যাবে কিন্তু কোনভাবেই এই রিট্রেন্সমেন্ট প্রকৃত মার্কেট ট্রেন্ড বন্ধ করতে পারে না বরং আরও তরন্বাতি হয়। ট্রেন্ড ভেদে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স থেকে সাধারনত রিট্রেন্ডসমেন্ট নিয়ে থাকে যা আমরা এটাকে Fibonacci Tools এর মাধ্যমে পরিমাপ করতে পারি।

অপরদিকে রিভার্সাল যেকোন সময়েই মার্কেটে হতে পারে যা সাধারণত কারেন্সির Fundamental প্রভাবের উপর নির্ভর করে হয়ে থাকে। রিভার্সাল হবার পর আপট্রেন্ডের ক্ষেত্রে হাইয়ার হাই এবং ডাউনট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার লো তৈরি হয়।

চার্টের বাম পাশে ডাউনট্রেন্ড যেখানে রিট্রেন্সমেন্ট সবুজ এরিয়াতে বোঝান হয়েছে যেগুলো ট্রেন্ডের বিপরীতে সাময়ীক মুভ করলেও পুনরায় ডাউনট্রেন্ডে গিয়েই মিলিত হয়। অপরদিকে হাইয়ার হাই Potential Reversal নির্দেশ করেছে এবং পরবর্তীতে আপট্রেন্ডে পরিণত হয়েছে।

 

Recent Article
loading
Broker Section