loading

FOREX BASIC COURSE

মারোবোজু ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে

  • 4.0 (10 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 24th, 2019 05:29 am

মারোবোজু ফরেক্স মার্কেটের সবথেকে ব্যতিক্রমধর্মী একটি ক্যান্ডেল প্যাটার্ন যেখানে অন্যান্য ক্যান্ডেল প্যাটার্নের মতো লেগ (Shadow) থাকে না বরং হাই এবং লো ওপেন ও ক্লোজের সমান থাকে। এটি অনেক অর্থবহ একটি ক্যান্ডেল প্যাটার্ন যেটা মার্কেট ট্রেন্ড Continuation বুঝিয়ে থাকে। মারোবোজু ক্যান্ডেলের প্রধান বৈশিষ্ট হল:

  • এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন সাধারণত প্রাইস ট্রেন্ডের মাঝামাঝি পাওয়া যায়। 
  • ক্যান্ডেলটি একটু বড় আকৃতির হয়ে থাকে যেখানে ক্যান্ডেলের লেগ বা Shadow থাকবে না বা খুবই সামান্য থাকবে।
  • এই ক্যান্ডেল প্যাটার্ন অনেকটা যেকোন এক পক্ষের মার্কেট Domination বা রাজত্ব বোঝায়। যেমন বুলিশ মারোবোজু BUYER DOMINATION এবং বেরিশ মারোবোজু সেলার DOMINATION প্রকাশ করে থাকে।
  • এই ক্যান্ডেল প্যাটার্ন অনেক STRONG SIGNAL প্রদান করে থাকে।
  • এই ক্যান্ডেল প্যাটার্ন অনেকটা স্বাধীন ভাবে সিগনাল প্রদান করে থাকে এবং Confirmation ক্যান্ডেলের তোয়াক্কা করে না।
  • বুলিশ মারোবোজু বুলিশ ট্রেন্ডে এবং বেয়ারিশ মারোবোজু বেয়ারিশ ট্রেন্ডে দেখা যায়।

মারোবোজু প্রকারভেদ:

সাধারণত দুই রকমের মারোবোজু ক্যান্ডেল মার্কেটে দেখা য়ায় যেমন:

১. বুলিশ মারোবোজু

২. বিয়ারিশ মারোবোজু

চলুন এই দুই রকম মারোবোজু নিয়ে বিস্তারিত আলোচনা কারা যাক….

বুলিশ মারোবোজু (Bullish Marubozu):



ওপেন = লো
ক্লোজ = হাই



এটা ইঙ্গিত করে যে বুলরা বা Buyer পুরো সময়টা রাজ করেছে। এটা যখন দেখা যায় তখন বুলিশ ট্রেন্ড Continuation ইঙ্গিত দিয়ে থাকে। সুতরাং Buy ট্রেড নেওয়া যেতে পারে।


বিয়ারিশ মারোবোজু (Bearish Marubozu):

ওপেন = হাই
ক্লোজ = লো


এটা ইঙ্গিত করে যে সেলাররা পুরো সময়টা রাজ করেছে। এটা যখন দেখা যায় তখন বিয়ারিশ Continuation প্রকাশ করে থাকে। সুতরাং SELL ট্রেড নেওয়া যেতে পারে।

 

Recent Article
loading
Broker Section