loading

Forex Basic Course

কিভাবে সফল TRADING STRATEGY Develop করা যাবে? এবং করনীয় বিষয়সমূহ

  • 3.0 (16 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • 28 Feb, 2019 6:06pm
কিভাবে সফল TRADING STRATEGY Develop করা যাবে? এবং করনীয় বিষয়সমূহ

সফলতার জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই কারন কেউ কখনও কাউকে সফলতা এনে দিতে পারে না.. শুধুমাত্র সহযোগী হতে পারে। ফরেস্ক্র পেশায় আমাদের সফলতার জন্য প্রয়োজন অনেক ধৈয্য, অনুশীলন, এবং শেখার প্রতি অন্তরিকতা।
এই সেকটরে দুটি প্রশ্নের উত্তর জানাই হল আমাদের মুল উদ্দেশ্য :
1. কিভাবে, কখন, কোথায় .... মার্কেটে এন্ট্রি নিব?
2. কখন মার্কেট থেকে বের হব?
এই প্রশ্ন দুটি সহজ মনে হলেও উত্তরটা অনেক কঠিন। আমরা অনেকেই সহজ উপায়ে প্রশ্নগুলার উত্তর বের করার চেষ্টা করি কিন্তু আদও এটা সহজ বিষয় না। ট্রেডিং এর ভাষায় এই উত্তর গুলাকেই বলা হয় ট্রেডিং Strategy।
 
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এমন কোন Strategy আছে যেখান থেকে আমি সঠিকভাবে Entry এবং Exit Signal পেতে পারি ? কথাটি অপ্রিয় হলেও সত্য যে, এরকম কোন Strategy পৃথিবীতে নেই এবং যদি থাকত তাহলে ফরেস্ক্রে কেউ লস করত না।
সফলভাবে ট্রেড করার জন্য ট্রেডাররা অনেক রকম Strategy ফলো করতে পারে। অনেক strategy আবার খুব ভাল রেজাল্ট দেয়। যেমন আপনি যদি সঠিকভাবে বিচার বিশ্লেষন করে Entry নেন তাহলে ১০ টা ট্রেড নিলে ৭ থেকে ৮ টা ট্রেডে সফলতা সম্ভব।
এই strategy টাই আমার দরকার? আসলে প্রত্যেক Strategy এর কিছুটা Specialty আছে এগুলা আপনাকে বেছে নিতে হবে, এবং যে কোন একটি Strategy এর উপর বিশ্বাস আনতে হবে।
এবার আসুন বোঝার চেষ্টা করি, ট্রেডাররা কেন strategy দিয়ে Success হতে পারছে না::::
১. প্রথম এবং Important কারন হল বিশ্বাস ,,,,, নিজের strategy এর উপর বিশ্বাস না থাকাই ব্যর্থতার মূল কারন।
২. আমাদের মনে একটা জিনিস কাজ করতে পারে,, " আমার strategy থেকে আরও ভাল কোন Strategy আছে"?
৩. ২ দিন পর পর strategy পরিবর্তন করা।
৪. নিজের উপর বিশ্বাসের অভাব,, এবং লস করার ভয়ে ট্রেডারা আরও বেশি লস করে।
৫. শেখার মানসিকতার অভাব,,, সর্বদাই সহজ কিছু খোজার চেষ্টা করা।
৬. ধরাবাহিকতার অভাব।
৭. মার্কেটের অন্যান্য Interrelated বিষয় না জেনে ট্রেড করা। গদবাধা Strategy ফলো করা ।
৮. একবারে অনেক Strategy ফলো করার চেষ্টা করা ।
৯. অন্যের প্রতি নির্ভরশীলতা ।
১০. মার্কেটের সভাব চরিএ না জেনে ট্রেড শুরু কর।
আরও অনেক কারন আছে,,, যেগুল স্বল্প পরিসরে বলা সম্ভব না। আসুন এবার সমাধারে চেষ্টা করি:
১. আপনার সর্বপ্রথম কাজ হবে, আপনি যে Strategy ব্যবহার করেন ওই strategy টা উন্নয়ন করা। কারন এটার উপর আপনার একটা Built in বিশ্বস হয়ে গেছে। যেটাকে ঝেরে ফেলা অনেক সময় অসম্ভব হয়ে য়ায।
২. যে কোন একটা Strategy এর উপর confidence বিশ্বাস স্থাপন করা।
৩. শেখার মানসিকতা গড়ে তুলা এবং মার্কেট পরিস্তিতির সাথে আপনার Strategy এর একটা যোগসূত্র স্থাপন করা।
৪. মার্কেটের Interrelated বিষয়গুলো ভাল করে জেনে ট্রেড করা। যেমন Fundamental and sentiment বিষয়গুলো সম্পর্কে ধারনা রাখা।
৫. ভাল ট্রেডাদের সাথে থাকা, আলোচনা করা এবং সঠিক দিকনির্দেশনা নেওয়া।
আজকে OFFDAY তাই কিছু লেখার চেষ্টা করলাম..........
পরবর্তি পোস্টের জন্য অপেক্ষা করুন এবং ভাল লাগলে শেয়ার করুন। Don't be selfish

Recent Article
loading
Broker Section