loading

FOREX BASIC COURSE

এমটি ৪ ব্যবহার (Use of MT4)

  • 5.0 (3 reviews)
  • PUBLISH BY: FxsuccessBD
  • December 23rd, 2019 01:26 am

এমটি ব্যবহার করা শিখে নিনকিভাবে অর্ডার সেট করতে

যে Software ব্যবহার করে আপনি ট্রেড করবেন সেই সফটওয়্যারের সঠিক এবং কার্যকরিভাবে ব্যবহার শেখা আপনার একজন সফল ট্রেডার হবার প্রথম পদক্ষেপ। এমটি ৪ ডাউনলোড করার পর প্রথমে আপনাকে আপনার ট্রেডিং একাউন্ট নম্বর, পাসওয়ার্ড এবং ব্রোকার সার্ভর সিলেক্ট করে লগইন করতে হবে। লগইন কারার পর আপনি আসল Interface পাবেন যা দেখে আপনার কিছুটা কঠিন মনে হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক ইউজার ফ্রেন্ডলি একটা ট্রেডিং প্লাটফর্ম। এমটি ৪ এর সকল ব্যবহার নিয়ে আমরা এই অধ্যায়ে একটি ভিডিও দিব। আশাকরি বিষয়টি আরও সহজ হয়ে যাবে।

আসুন এবার আমরা শিখে নিই কিভাবে নতুন ট্রেড অর্ডার দিতে হয়। এই লেসন শেষে আপনি নিম্নোক্ত জিনিসগুলো জানতে পারবেনঃ

১) বাই অথবা সেল কিভাবে করে
২) পেন্ডিং অর্ডারের মাধ্যমে বাই অথবা সেল
৩) ট্রেড শুরু হবার পরে কিভাবে ট্রেড ম্যানেজ করতে হয়

তিনভাবে ট্রেড অর্ডার দিতে পারেনঃ

১) নিউ অর্ডার বাটনে ক্লিক করে।
২) যেকোনো পেয়ারে ডাবল ক্লিক অথবা রাইট মাউস বাটনে ক্লিক করে।
৩) চার্টে যেকোনো জায়গায় রাইট মাউস বাটনে ক্লিক করে। 

তারপরে নতুন একটা উইন্ডো আসবে।  সেটা দেখিঃ

১) Symbol - এখানে ড্রপডাউন লিস্ট থেকে কারেন্সি পেয়ার বাছাই করে নিতে পারবেন।

২) Volume - এখানে আপনার ট্রেডের সাইজ কত হবে সেটা নির্ধারণ করে নিতে পারবেন।

৩) Stop Loss & Take Profit - স্টপ লস এবং টেক প্রফিটের জন্য।

৪) Comment - যদি ট্রেড সম্পর্কে কোন নোট লিখে রাখতে চান তাহলে সেটা এখানে করতে পারেন।

৫) Type - এখান থেকে বিভিন্ন ধরনের অর্ডার বেছে নিতে পারবেন।

৬) Buy/Sell by Market - একটা বাটন বাই আর অন্যটা সেলের জন্য।




পেন্ডিং অর্ডারের মাধ্যমে ট্রেড দেয়াঃ

অর্ডার উইন্ডোটি ওপেন করুন। আগের চিত্রে যে ৫ নং পয়েন্টে যে ড্রপডাউন লিস্ট আছে সেটাতে ক্লিক করুন। পরবর্তীতে “Pending Order” সিলেক্ট করুন।

 

চারটা অপশন দেখতে পারবেনঃ


১) অর্ডার টাইপ সিলেক্ট করুনঃ

  • Buy Limit - বর্তমান প্রাইসের নিচের কোন লেভেলে বাই করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  • Sell Limit - বর্তমান প্রাইসের উপরের কোন লেভেলে সেল করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  • Buy Stop - বর্তমান প্রাইসের উপরের কোন লেভেলে বাই করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।
  • Sell Stop - বর্তমান প্রাইসের নিচের কোন লেভেলে সেল করতে চাইলে এটা সিলেক্ট করতে হবে।


২) কোন ধরনের অর্ডার দিতে চান সেটা সিলেক্ট করার পরে প্রাইস বসাতে হবে। 

৩) তারপরে ভলিউম, স্টপ লস, টেক প্রফিট ইত্যাদি বসাতে হবে। (লক্ষ্য করুন এখানে স্টপ লস এবং টেক প্রফিট অপশন আছে) 

৪) সবকিছু ঠিকঠাকভাবে বসানোর পরে “Place” বাটনে ক্লিক করলে একটা কনফার্মেশন পাবেন যে ট্রেড অর্ডার নেয়া হয়েছে। 



ট্রেড মডিফাই করাঃ

সাধারনত মেটাট্রেডারের নিচে “Terminal” নামে একটা উইন্ডো থাকে। যদি না পেয়ে থাকেন তাহলে “CTRL+T” অথবা “View” মেনু থেকে “Terminal” অপশনে ক্লিক করুন।

সেখানে আপনি আপনার অর্ডার দেখতে পারবেন এবং সেগুলোকে মডিফাই করতে পারবেন।  ট্রেডে স্টপ লস অথবা টেক প্রফিট যুক্ত/মডিফাই করতেঃ

১) যে ট্রেড মডিফাই করতে চান তার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এবং “Modify or Delete Order” অপশন সিলেক্ট করুন।

২) পরবর্তীতে, স্টপ লস এবং টেক প্রফিটের ঘরে যে ভ্যালু বসাতে চান সেটা বসান। বসানোর পরে “Modify” বাটনে ক্লিক করুন।

৩) তারপর একটা কনফার্মেশন পাবেন যে আপনার ট্রেডে পরিবর্তন আনা হয়েছে।


ট্রেড ক্লোজ করার জন্যঃ

১)  যে ট্রেড ক্লোজ করতে চান সেটাতে রাইট মাউস বাটনে ক্লিক করুন এবং “Close Order” অপশনে ক্লিক করুন।

২) যদি ট্রেড ক্লোজ করতে চান তাহলে, বাই সেল অপশনের নিচের হলুদ বাটনে ক্লিক করুন।

৩) ট্রেড ক্লোজ করার পরে আপনার লাভ/লস আপনার ব্যালেন্সের সাথে যুক্ত হয়ে যাবে।

 

 

Recent Article
loading
Broker Section